fbpx
লাভ ক্যান্ডি : একটি পারিবারিক প্রেসক্রিপশন (হার্ডকভার)
লাভ ক্যান্ডি : একটি পারিবারিক প্রেসক্রিপশন (হার্ডকভার)

লাভ ক্যান্ডি : একটি পারিবারিক প্রেসক্রিপশন (হার্ডকভার)

Author : জাফর বিপি
Publisher : নিয়ন পাবলিকেশন
Category : ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবন

222

You Save TK. 78 (26%)

লাভ ক্যান্ডি : একটি পারিবারিক প্রেসক্রিপশন (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

জাফর বিপি

Reviews (3)

3 reviews for লাভ ক্যান্ডি : একটি পারিবারিক প্রেসক্রিপশন (হার্ডকভার)

  1. সিরাজাম বিনতে কামাল

    “নিয়ন পাবলিকেশনের” পাঠক নন্দিত বই ❝লাভ ক্যান্ডি❞।
    বইয়ের প্রচ্ছদ আর বই শিরোনাম’ই পাঠক-পাঠিকার মন জয় করে নিয়েছে। বইটি কি আসলেই সাড়া জাগানোর যোগ্য নাকি প্রচ্ছদ আর শিরোনামই সবার নজর কেড়েছে! চলুন জেনে নেয়া যাক।

    ▪️বই রিভিউ:
    _____________

    একটা গল্প শুনেছিলাম এমন, এক পিচ্চি ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি বড় হয়ে কি করবে? মানে এইম ইন লাইফ কি! সে প্রত্যুত্তরে বলেছিল, আমি বড় হয়ে বিয়ে করব।

    ৪-৫ বছরের পুচকি পুতুল মেয়েটাও নিজেকে লাল টুকটুকে বউ সাজিয়ে রাখতে পছন্দ করে। খেলে পুতুল খেলা। পুতুলের বিয়ে দেয়।

    পিচ্চি ছেলে আর মেয়েগুলো বড় হতে হতে নিজেও প্রিয়জনের সাথে ঘর বাধার স্বপ্ন দেখে। স্বপ্নে বোনে ছোট্ট একটা টুনাটুনির সংসার, কল্পনায় বাঁধে প্রিয়জনের সাথে সুখের নীড়। প্রিয়জনের সাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখে।

    সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদিন বিয়ে হয়। টুনাটুনির সংসার শুরু হয়। কিন্তু আস্তে আস্তে সবকিছু কেমন যেনো মিইয়ে যায়। কল্পনার ক্যানভাসে আঁকা রঙ্গিন স্বপ্নগুলোকে মরীচিকা মনে হয়। আবার কারো কারো বিয়ের শুরুতেই নানা অভিযোগ, ঝামেলার মুখোমুখি হতে হয়। আবার কেউ কেউ রব্বে কারীমের দয়ায় ছোট্ট কুড়েঘরেও খুঁজে পায় বহুল আকাঙ্ক্ষিত সুখপাখির দেখা।

    কেউ কেউ একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখা ভুলে একজন থেকে অন্যজন মুক্ত হওয়ার পথ খুঁজে। ঘটে বিবাহবিচ্ছেদ। আর কেউ কেউ সমাজের কথা ভেবে, সম্মানের কথা ভেবে চুপচাপ দিন কাটিয়ে দেয়, যেখানে থাকেনা কোন সুখ, থাকেনা সম্মান, নির্ভরতা, বিশ্বাস, থাকেনা কোন ভালোবাসা।

    🔸 বিয়ে কোন সামাজিক উৎসবের নাম নয়। বিয়ে দু’টি পরিবারের মেলবন্ধনের মাধ্যমে দু’টি মনের স্বপ্নিল অনুভূতি আর স্বপ্নের ভুবন বাস্তবায়নের একমাত্র ধাপ। বিয়ে এক সোনালি অধ্যায়, বিচিত্র সব পরীক্ষার পরীক্ষাস্থল, আখেরাতের পাথেয় অর্জনের মোক্ষম উপকরণ। কিন্তু কেনো বিয়ের পর স্বপ্নগুলো ভেঙে যায়! কেনো বদলে যায় কারো প্রিয়তম/ প্রিয়তমা! কেনো এত আপনজনকে হঠাৎ করে এত অপরিচিত লাগে! কেনো এত ভালোলাগার সেই প্রিয়জনকে আর ভালো লাগেনা! কেনো একসাথে বুড়ো হবার স্বপ্ন ছেড়ে মুক্ত হবার পথ খুঁজে মানুষ!

    গল্পের ভাঁজে ভাঁজে এ-সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এ বইয়ে।

    একটা সংসারে কিভাবে সুখ আসে, কিভাবে খুশি করবেন আপনি আপনার প্রিয়তম/প্রিয়তমাকে? আর যদি মনোমালিন্য হয়েও যায় কিভাবে তা দূরীকরণ করা যায়, স্বামী/স্ত্রী বদলে যাওয়ার পেছনের কারণ কী হতে পারে! ভালোবাসার দাবি কী! একটি দাম্পত্য জীবন কিভাবে সুখের হতে পারে! এগুলোর যথাযথ প্রতিকারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং ক্লিনিক্যালি কী করা যায়! এ-সব কিছুই লেখক গল্পে গল্পে সুন্দরভাবে এ বইয়ে তুলে ধরেছেন।

    🔸 হারাম রিলেশন আর অশ্লীলতার এ যুগে হালাল রিলেশনের রোমান্টিকতা যে কত পবিত্র, স্বচ্ছ আর মধুময় হতে পারে তা চিত্রায়িত হয়েছে এ-বইয়ে। বৈধ রোমান্সকে প্রাধান্য দিয়ে সুখময় জীবন গড়ার অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক একটি পারিবারিক প্রেস্ক্রিপশন বই ‘লাভ ক্যান্ডি’।

    বিবাহিত দম্পতির জন্য প্রেস্ক্রিপশন আর অবিবাহিতদের জন্য ছোট্ট সুখের নীড় গড়ার সাজেশন বই ‘লাভ ক্যান্ডি’।

    ▪️বই অভ্যন্তরে:
    _____________

    বইয়ে চারটি অধ্যায় রয়েছে। অধ্যায়ের নামগুলোই আমাদেরকে পুরো অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা দেয়।
    প্রথম অধ্যায়: পবিত্র রোমান্স ও ভালোবাসা
    দ্বিতীয় অধ্যায়: অনুভবের গভীরতা
    তৃতীয় অধ্যায়: দায়িত্বশীলতা ও সচেতনতা
    চর্তুথ অধ্যায়: ক্লিনিক্যাল পার্ট

    যারা মনে করে, রোমান্টিকতা খুনসুটি শুধু বিয়ের আগে প্রেমিক-প্রেমিকাদের জন্য। বিয়ের পর এসব কিছুই নেই। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে এ’বই রোমান্টিকতা, খুনসুটি আর ভালোবাসা বিয়ের পর হালাল সম্পর্কের জন্যই, বিবাহ পূর্ব হারাম রিলেশনের জন্য নয়।

    ▪️নিজস্ব অভিমত:
    _________________

    প্রথমেই বইয়ের উৎসর্গ, গুণিজনের মন্তব্য, লেখকের কথা এবং ভূমিকা এই অংশগুলো আমার খুবই ভালো লেগেছে।
    বইয়ের ভাষা ব্যবহারও সহজবোধ্য। যে কেউ, যে কোন বয়সী পড়ুয়া ব্যক্তি বইটি পড়তে পারবেন। এবং বইটি পড়ার ক্ষেত্রে বিরক্ত বোধ হয়নি আমার।

    বই পড়ার আগে বিভিন্ন গ্রুপে অন্যান্যদের রিভিউ দেখে ভাবছিলাম, না জানি কী আছে এ’বইয়ে! আসলে তেমন কিছুই না। বরং তাদের রিভিউ একটু বেশি অতিরঞ্জিত মনে হয়েছে আমার কাছে।

    তবে তথাকথিত রোমান্টিক উপন্যাস, কঠিন কঠিন প্রতিশব্দের আড়ালে অশ্লীলতা লুকানো বইগুলোর চেয়ে এই বই পড়াই শ্রেয় বলে আমি মনে করি।

    অবশেষে, ছাড় দিন। বাদ দিন। চুপ থাকুন। মেনে নিন। মানিয়ে নিন। চালিয়ে নিন। বলতে দিন। করতে দিন। ব্যস, সুখ আসতে লাগবে না আর বেশিদিন।

    বইটি অবশ্য পাঠ্য না হলেও অবশ্যই উপকারী একটি বই।

  2. Meher Afroz

    বইঃ লাভ ক্যান্ডি
    লেখকঃJafor BP
    প্রকাশনীঃ নিয়ন পাবলিকেশন

    একজন স্বামী কী কারণে বিপদে যায়? একজন স্ত্রী ঠিক কী কারণে অবহেলার পাত্রী হয়? বইটিতে তারই স্বরূপ উন্মোচন হয়েছে এবং এর যথাযথ প্রতিকারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ক্লিনিক্যালি করণীয় বিষয়গুলো সাহিত্যের মোড়কে ও গল্পের ছলে ফুটিয়ে তুলেছেন। এতে বিবাহিত দম্পতির জন্য রয়েছে প্রেস্ক্রিপশন। আর অবিবাহিত যুবক-যুবতীদের জন্য রয়েছে অমূল্য সাজেশন।

    বইটির প্রথম অধ্যায়ে লেখক ‘পবিত্র রোমান্স ও ভালোবাসা’ শিরোনামের অভ্যন্তরে আদিব আর স্নেহা নামের দুটি ক্যারেক্টারকে কেন্দ্র করে কিছু গল্প আছে। যে গল্পগুলোর মাঝে ফুটে উঠেছে একটি নির্মল ইসলামিক চেতনাধারী আদর্শ পরিবারের ছাপ। তার পাশাপাশি লেখক অসুখী পরিবারের একজন মেম্বার হিসেবে আদিবের বন্ধু হাসান চরিত্রকে ফুটিয়ে তোলেন, যার প্রতি আদিবের দেওয়া মোটিভেশন স্পিচগুলো যেন প্রত্যেকটি অসুখী পরিবারে সুখ এনে দেবার মোক্ষম ঔষুধ!

    ‘মিঁয়াভাই’ গল্পে তুষারের শেষ পরিণতির জন্য আমি লেখকে অনেকগুলো বকা দিতে চাই!
    এরকম করে কেউ লিখে নাকি!!!

    ৩য় অধ্যায়ে আরো আছে “দায়িত্বশীলতা ও সচেতনতা” শিরোনামে কিছু গল্প। আর দুটো পারিবারিক প্রেসক্রিপশন।

    পাঠ্যানুভূতিঃ—
    কয়েকবার গ্যাপ নিয়ে অবশেষে পুরো বইটা পড়ে ফেললাম।আলহামদুলিল্লাহ। তুষারের শেষ পরিণতি বাদে খুবই ভালো লেগেছে বইটা। অসংখ্য ধন্যবাদ জানাই এই বইটির পেছনে যারা নিরলস শ্রম- মেধা- শক্তি ব্যয় করে আমাদের হাতে তুলে দিয়েছেন।
    আরো ধন্যবাদ ইকরা শপ বিডি কে’ও, যারা আমাকে বইটি পড়ার সুযোগ করে দিয়েছেন।
    লেখকের লেখার স্টাইল ভালো লেগেছে।তাছাড়া প্রচ্ছদ দারুণ রকম সুন্দর ছিলো।

  3. Umme Suraiya

    লাভ ক্যান্ডি
    জাফর বিপি
    ———————–
    “লাভ ক্যান্ডি” শুধু একটি বই নই;এটি একটি পারিবারিক প্রেসক্রিপশন।

    পারিবারিক প্রেসক্রিপশন বলতে মূলত বইটি কি বোঝাচ্ছে?আসলে ব্যাক্তি জীবনে প্রতিটি মানুষের জন্যই “ভালোবাসা” হলো খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি অধ্যায়।এই অধ্যায়কে টপকে যাওয়ার সুযোগ সাধারণ কোন মানুষের মাঝে  আমি দেখিনি।চলমান এই জীবনের পাঠে “ভালোবাসা” নামক অধ্যায়ে গিয়েই সাধারণত আমরা হোঁচট খায়।সৃষ্টি হয় নানা জটিলতা, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি সমস্যা…..

    একজন স্বামী ঠিক কি কারণে বিপথে যায়?একজন স্ত্রী ঠিক কি কারণে ফেলনা হয়? বইটি তে তার স্বরূপ উন্মোচন করা হয়েছে। এবং এর যথাযথ প্রতিকারে ব্যাক্তিগত,পারিবারিক, সামাজিক ও ক্লিনিক্যালি করণীয় বিষয় গুলো সাহিত্যের মোড়কে গল্পে গল্পে উঠে এসেছে। 

    এতে বিবাহিত দম্পতির জন্য রয়েছে প্রেসক্রিপশন।আর অবিবাহিত যুবক-যুবতীর জন্য রয়েছে অমূল্য সাজেশন।

    ব্যক্তিগত মতামত:
    ——————————-
    পূর্বে এ ধরণের বই পড়াকে আমার সময় নষ্ট ছাড়া কিছুই মনে হতো না।কিন্তু বইটি শেষ করার পর আমার ধারণা পুরোপুরি বদলে গেছে। আসলেই জীবনের ভালোবাসা নামক অধ্যায়টি আত্মার সাথে সম্পৃক্ত। সুতরাং এটা হেলাফেলা করার মতো কোন বিষয় নয়।পুরো বইয়ের প্রতিটি গল্পে ছিল শিক্ষা। যদি কোন ব্যক্তি এ বইয়ের শিক্ষা গুলো নিজের ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারেন তবে আপনার ব্যক্তিগত জীবনে সুখী হবার জন্য তা যথেষ্ট হবে বলে আশা করছি ইনশাআল্লাহ।

    এখানে আরও একটি বিষয় উল্লেখ্য। লেখকের বাচনভঙ্গির কথা না বললেই নয়।স্পষ্টত, পূর্বে কোন লেখকের বাচনভঙ্গি আমাকে এভাবে আকর্ষণ করে নি।তার ধার্মিকতা, কথা বলার আদব,বোঝানোর ক্ষমতা, স্ত্রীর প্রতি ভালোবাসা, বন্ধুর সাথে সদ্য ব্যবহার সবকিছুকে যেভাবে আদিব চরিত্রের মাঝে লেখক ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রসংশার দাবিদার।আমি নিজের জন্য বারবার দোয়া করছিলাম যে আমার ইয়েটাও যেন আদিবের মতোই হয়…🙈[ডোন্ট মাইন্ড প্লিজ]

    যাইহোক,অসম্ভব ভালো লেগেছে বইটি। এটি এখন আমার পড়া প্রিয় পনেরটি বইয়ের মাঝে একটি।

    ☆. প্রতিটি যুবকের হাতে লাভ ক্যান্ডি থাকুক।
    ☆.প্রতিটি যুবতীর কাছে লাভ ক্যান্ডি পৌঁছুক।
    ☆. প্রতিটি স্বামী লাভ ক্যান্ডি পড়ুক।
    ☆. প্রতিটি স্ত্রী লাভ ক্যান্ডি বুকে ধারণ করুক।

    বই সম্পর্কিত কিছু তথ্য :
    ————————————–
    বই:লাভ ক্যান্ডি
    লেখক :জাফর বিপি
    প্রকাশনী:নিয়ন পাবলিকেশন
    মূল্য :৩০০ টাকা (মুদ্রিত)

    Umme Suraiya

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।