Copyright © 2024 Seanpublication.com
ডাবল স্ট্যান্ডার্ড ২.০
- লেখক : ডা. শামসুল আরেফীন
- পাবলিকেশন : সমর্পণ প্রকাশন
- বিষয় : ইসলামি আদর্শ ও ভিন্ন মতবাদ, বিশ্বাস ও ধর্মতত্ত্ব, সকল প্রকাশক
Author : ডা. শামসুল আরেফীন
Category : ইসলামি আদর্শ ও মতবাদ
৳392 ৳275
You Save TK. 117 (30%)
ডাবল স্ট্যান্ডার্ড ২.০
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (2)
2 reviews for ডাবল স্ট্যান্ডার্ড ২.০
Add a review Cancel reply
আব্দুর রহমান –
➤ বইয়ের মূল প্রেক্ষাপটঃ-
বইতে ৭টি গল্পের মাধ্যমে ইসলামের উপর নারীদের সাথে সম্পর্কিত বেশকিছু তথ্য নিয়ে আলোচনা হয়েছে। বইয়ের প্রধান চরিত্র তিথি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ে। বিশ্ববিদ্যালয়ে পড়লেও তিথি বেশ সত্যান্বেষী এবং ইসলামের গভীর জ্ঞানসম্পন্ন শিক্ষিত একজন মেয়ে। সে পরিপূর্ণ ভাবে ইসলামের সকল বিধিবিধান মেনে চলে এবং সকলের কাছে ইসলামের শান্তির বার্তা পৌছে দিতে চেষ্টা করে। সেই সাথে সে ইসলাম নারীকে অধিকার ও মর্যাদা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করে। কিন্তু তার আশেপাশের বেশকিছু মানুষ নারীবাদীদের দ্বারা প্রভাবিত। যার ফলে অনেকেরই মনে হয় ইসলাম বুঝি নারীকে তার প্রাপ্য অধিকার দেয় নি। এক্ষনে নারীবাদীদের থেকে পাওয়া সংশয় ও নারী সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে তাদেরকে পরিপূর্ণ ইসলামে ফেরাতে শুরু হয় তিথির নতুন অভিযান।
বইয়ের অন্যন্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে নাদিয়া, জয়নাব, মাসুদ, চৈতি, লাবণ্য সহ আরো অনেকে।
.
➤ বইয়ের কিছু আলোচ্য বিষয়ঃ-
১। ফেমিনিজম তথা নারীবাদের অসারতা দিকগুলো তুলে ধরে প্রমাণ করা হয়েছে ইসলামের সফলতা।
২। জানত্র পারবেন কিভাবে পুঁজিবাদীদেরর স্বার্থ হাসিলে জন্য নারী স্বাধীনতার নামে নারীদেরকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
৩। ইসলামে বহুবিবাহ কেন বৈধ করা হয়েছে?
৪। জান্নাতে পুরুষের জন্য হুর থাকবে কিন্তু মেয়েদের জন্য থাকবে না কেন।
৫। ইসলামে নারী পুরুষ কেন একসাথে চাকুরী করতে পারবে না?
৬। নারী স্বাধীনতা কি, নারীকে পুরুষের মতই ক্ষমতায়ন করতে বলার পেছনের উদ্দেশ্য কি?
এমন জানা অজানা আরো অনেক তথ্য ছড়িয়ে আছে বইয়ের অভ্যন্তরে। আছে সংশয়বনিরসন,সমাধান ও উত্তরণের পথ। সর্বপরি বইতে সভ্যতার দেয়া মানদন্ড ও দৃষ্টিভঙ্গিকে ছুঁড়ে ফেলে মহান আল্লাহর দেয়া মানদন্ডের ভিত্তিতে নারীর অধিকারকে বিশ্লেষণ করা হয়েছে।
.
➤ বইটি কেন সকলের জন্য পড়া জরুরিঃ-
১। আপনি যদি মনে করেন যে বর্তমান যুগে কুরআন ও হাদীস অনুদারে চলা আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে বইটি আপনার জন্যই।
২। আপনি যদি বইটি পড়েন তাহলে জানতে পারবেন পশ্চিমা স্ট্যান্ডার্ডে নারীর দূর্বিষহ অবস্থার কথা সেই সাথে জানতে পারবেন ইসলাম নারীকে কত সম্মান ও মর্যাদার আসনে সমাসীন করেছেন।
৩। বইটি থেকে নারীরা যেমন জানতে পারবে তাদের আসল পরিচয় যা আল্লাহ কতৃক নির্ধারিত। আবার পুরুষদের জন্যও রয়েছে নারীদের নিয়ে ভুল ধারণা গুলো দূর করা এবং এর পেছনে পুরষদের দায় কি সে সম্পর্কে জানার উপকরণ। সর্বপরি সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক।
.
➤ যা কিছু ভালো লেগেছেঃ-
১। আকর্ষণীয় প্রচ্ছদ।
২। তথ্যগুলোকে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন।
৩। আকর্ষণীয় শব্দে বইয়ের গল্প ও অধ্যয়গুলোর নামকরণ।
৪। যে রেফারেন্সগুলো একটু বিস্তৃত সেগুলো বইয়ের শেষে পরিশিষ্ট অংশে যোগ করে দেয়া।
৫। গুরুত্বপূর্ণ লাইনগুলোতে বোল্ড মার্ক করা হয়েছে। যাতে সেই লাইনগুলো সহজে দৃষ্টিগোচর হয়।
৬। এছাড়া বইয়ের শেষে অভিধান যুক্ত করার বিষয়টি ভালো লেগেছে। যার মাধ্যমে বইয়ে বহুল ব্যবহুত কিছু শব্দের অর্থ দেয়া হয়েছে।
.
➤ বইয়ের গুণগত মানঃ-
হার্ডকভারের মাধ্যমে বইয়ের বাইন্ডিং যথেষ্ট ভালো এবং সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে। বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন।
.
➤ ব্যক্তিগত অনুভূতিঃ-
বইটা যখন পড়ে শেষ করি তখন বেশ খারাপ লেগেছিল। ইশ! কত তথ্য সমৃদ্ধ ও মজার একটি বই। অথচ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। গল্পের মাধ্যমে নারীদের সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা ছিল সত্যি মনোমুগ্ধকর। গল্পের প্রধান চরিত্র ও সাপোর্টিং অনেক চরিত্র নারী হওয়ার ফলে বিষয়গুলো ভাবতে বেশ সুবিধা হয়েছে।
বইয়ের মূল বিষয় আলোচনার পাশাপাশি ধারা বর্ণনা ও চরিত্রগুলোর কথোপকথনে সাহিত্যিক আভা ফুটে উঠেছে।
এমন জ্ঞানগর্ভ একটি বই নিঃসন্দেহে নারীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে জানার আগ্রহ নিবারণের পাশাপাশি সামাজিক ও ধমীয় জীবনে অনেক কল্যাণ বয়ে আনবে বলে আমার বিশ্বাস।
.
➤ সমালোচনাঃ-
বইতে সমালোচনা করার মত তেমন কিছু নেই। প্রথম সংস্করণ হওয়ায় বইয়ে বেশকিছু বানান ভুল লক্ষ্য করেছি। আশা করি দ্বিতীয় সংস্করণে এটা থাকবে না।
তবে বইটি গল্প আকারে না হয়ে লেখকের মানসাঙ্ক বইয়ের মত প্রবন্ধ আকারে হলেই বেশি ভালো হতো বলে মনে হয়েছে। কেননা এ ধরণের রেফারেন্সপূর্ণ একটি বইয়ের গল্প পড়ার মাঝেই রেফারেন্স এ চোখ বুলাতে হচ্ছে। যেগুলোতে রেফারেন্স একটু বড় সেটা নিয়ে যাওয়া হয়েছে পরিশিষ্ট অধ্যায়ে। আত এতে করে গল্পের দিক থেকে মাঝে মাঝেই দৃষ্টি সরে যাচ্ছে।
.
➤ শেষ কথাঃ-
পরিশেষে সকলকে বলতে চাই “ডাবল স্টান্ডার্ড ২.০” বইটি একবার হলেও পড়ুন। কারণ ইসলাম নারী পুরুষের জন্য নির্দিষ্ট দায়িত্ব-কর্তব্য ও কর্মপন্থা ঠিক করে দিয়েছে। সেগুলো যথাযথ অনুসরণের মাধ্যমেই কেবল সমাজে শৃঙ্খলা আনয়ন করা সম্ভব। আমি আশা করবো এমন বই আরো আসুক। এভাবেই একদিন সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান আলো ছড়িয়ে পড়বে। মানুষ বুঝতে পারবে একমাত্র কল্যাণময় জীবনব্যবস্থা ইসলামের বিপরীতে পশ্চিমা নারীবাদের আসল রূপ সম্পর্কে।
দোয়া করি বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এত সুন্দর একটি বই পাঠকের হাতে পৌছে দেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামীন বইয়ের লেখক, সম্পাদক, প্রকাশক সহ সবাইকে উত্তম প্রতিদান দেন এবং দ্বীনের পথে কবুল করেন, আমিন।
Umme Suraiya –
ডাবল স্ট্যান্ডার্ড ২
ড.শামসুল আরেফীন
———————————–
“ডাবল স্ট্যান্ডার্ড” — বর্তমান জেনারেশনে বহুল চর্চিত একটি শব্দ।ডাবল স্ট্যান্ডার্ড হলো এমন কোন বিষয় যেখানে যেকোন একটি মতকে কেন্দ্র করে মানুষ নিজেদের দৃষ্টিভঙ্গি ও বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই মতকে ভিন্ন ভাবে ব্যাক্ত করে।অর্থাৎ,একটি বিষয়কে আপনি যেভাবে ভাবছেন অন্যজন সেই একই বিষয়টিতে দ্বিমত পোষণ করবে।ডাবল স্ট্যান্ডার্ড বইটি মূলত এমন কিছু প্যারাডক্সিক্যাল বিষয় নিয়েই, যেখানে ইসলামেরর যুক্তিপূর্ণ যুক্তি দিয়ে সেকুলারিজমের অযৌক্তিক দর্পনকে চূর্ণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ ।
গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
————————————
ইসলামের কোন বিষয়ই ফেলনা নয়।ইসলামের যেসকল সূক্ষ্ম বিষয়ে আস্তিক, নাস্তিক, সংশয়বাদী অথবা সেকুলারিজমদের মনে প্রশ্ন/সন্দেহের দানা বাঁধে সে সকল বিষয়কেই লেখক আল-কুরআন, হাদিস,বিজ্ঞান এবং পরিসংখ্যানের আলোকে বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্প আকারে ফুটিয়ে তুলে যুক্তি তর্কের মাধ্যমে সে সকল বিষয়ের সুন্দর সমাধান দেখিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো —
১.স্বাধীনতার সমর্পন
২.বিষাক্ত ক্ষমতায়ন
৩.শিক্ষা-অশিক্ষা-কুশিক্ষা
৪.কর্তা,কর্তৃত্ব ও কর্তব্য
৫.বহু বিবাহ
ব্যক্তিগত মতামত :
——————————
আমার সবচেয়ে প্রিয় লেখকদের তালিকায় প্রথমে যার নাম আসে তিনি ড.শামসুল আরেফীন।ডাবল স্ট্যান্ডার্ড তার প্রথম বই হলেও তার লেখায় তা বোঝার কোন উপায় নেই। তার বই গুলো পড়লেই মনে হয় তিনি একজন জাত লেখক। তার লেখা এতো বেশি পছন্দ হবার প্রথম কারণ তিনি শুধু কোন কমপ্লেক্স বিষয়কে সহজ করে বুঝিয়েই দেন না বরং কুরআন, হাদিস, বিজ্ঞান, পরিসংখ্যানের আলোকে বিষয়টিকে যুক্তিপূর্ণ ভাবে প্রমাণ করেন।ডাবল স্ট্যান্ডার্ডের বেলায়ও তার কমতি নেই। কুরআন, হাদিস, বিজ্ঞান এবং পরিসংখ্যানের মিশেলে এ যেন একটুকরো রত্ম ভান্ডার।
আপনি যদি ভাবুক প্রকৃতির হোন অথবা আপনি যদি যেকোনো কিছুকে বিশ্লেষণ করতে পছন্দ করেন তবে এই বইটি হতে পারে আপনার জন্য একটি রত্ম।আলহামদুলিল্লাহ বইটি অসম্ভব ভালো লেগেছে। লেখকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা…
কেন পড়বেন :
———————-
১.যদি প্র্যাক্টিসিং মুসলিম হন তবে তৃপ্তির আবেশে হৃদয় প্রশান্ত করুন।
২.যদি নন প্র্যাক্টিসিং হন তবে কি পায়ে ঠেলছেন তা চিনুন।
৩.যদি মডারেট সংস্কারবাদী হন তবে সংস্কার কোথায় প্রয়োজন তা জানুন।
৪.হন যদি অবিশ্বাসী তবে উদ্ধত সাহসে গ্রহণ করুন
৫.যদি অমুসলিম হন তবে কৌতুহলে হাতে নিন
৬.যদি আলিম হন তবে এতিম উম্মাতের ব্যাথায় পড়ুন।
৭.যদি মানুষ হন তবে সত্তার তৃষ্ণায় আকন্ঠ পান করুন।
জাস্ট পড়ুন
তবুও পড়ুন…..
বই সম্পর্কিত তথ্য :
——————————
বই:ডাবল স্ট্যান্ডার্ড
লেখক :ড.শামসুল আরেফীন
প্রকাশনী:মাকতাবাতুল আযহার
মূল্য :২৬০ টাকা (মুদ্রিত)
Umme Suraiya