সুলতান সুলায়মান। কে ছিলেন তিনি?
—ইতিহাসবেত্তারা তাকে ‘গ্রেট’ এবং ‘ম্যাগনিফিসেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের অনেক পুরাতন নিয়মকানুন নতুন করে তৈরি করেন। এর জন্য খ্যাতি পান ‘আল কানুনি’ বা নিয়ম তৈরিকারী হিসেবে।
সুলতান সুলায়মান ছিলেন একাধারে দিগ্বিজয়ী বীর, বলিষ্ঠ প্রশাসক, সুচতুর কূটনীতিবিদ, একনিষ্ঠ জনসেবক ও নিষ্ঠাবান মুসলিম। ইউরোপের তুলনায় খিলাফত রাষ্ট্রের বিচারব্যবস্থা, আদালত ও শাসনব্যবস্থা ছিল অনেক বেশি উন্নত, নিরপেক্ষ, মানবিক, ন্যায়ানুগ এবং ইনসাফ প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। ওই সময়কার ইউরোপীয় রাজনীতি-অর্থনীতি ছিল সুলতানের নখদর্পণে। তুর্কি ভাষাসহ তিনি মোট পাঁচ ভাষায় কথা বলতে পারতেন। রণাঙ্গনেও সুলতান সুলায়মান ছিলেন সমান পারদর্শী। তাঁর শাসনামলে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির ব্যাপক প্রসার ঘটে।
ইউরোপীয়রা সুলতান সুলায়মানকে নিয়ে হেরেমের যে মিথ্যা গল্পের পসরা সাজিয়েছে, বাস্তবে সুলায়মান হেরেমের নায়ক নন; বরং ইনসাফ প্রতিষ্ঠায় ইতিহাসের এক মহানায়ক। তিনি উসমানি খলিফাদের মধ্যে সেই বিরল ব্যক্তিত্ব, যিনি একটানা ৪৬ বছর (১৫২০-১৫৬৬) খিলাফত রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ উসমানি খিলাফতের তখনকার বিস্তৃতি ছিল তিন মহাদেশের বিরাট অংশজুড়ে।
সুলতান সুলায়মান বইটি তার-ই কথা বলবে। কথা বলবে, সুলতান সুলায়মানের শাসনামলের নানা বিস্ময়কর দিক নিয়ে।
রবিউল ইসলাম –
সুলতান সুলায়মান ছিলেন ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের একজন অটোম্যান সুলতান। যার শাসনামলে অটোমান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যাপকভাবে বিস্তার লাভ করে। যার ফলে তা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। তারই জীবনী নিয়ে রচিত একটি অন্যতম বই হলো ‘সুলতান সুলায়মান’। বইটি লিখেছেন কাজী আবুল কালাম সিদ্দিক।
.
সার-সংক্ষেপঃ-
লেখক কাজী আবুল কালাম সিদ্দীক সুলতান সুলায়মানের এর জীবনীকে বারোটি অধ্যায়ে বিন্যাস্ত করে আলোচনা করেছেন।
প্রতিটি অধ্যায়কে বিন্যস্ত করেছেন বিভিন্ন শিরোনাম ও উপশিরোনামে। প্রথম অধ্যায় শুরু হয়েছে সুলতান সুলায়মানের বংশ ও পরিবার দিয়ে। এরপর একে একে তুলে এনেছেন সুলতান সুলায়মানের খিলাফতের মসনদে আরোহন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সংস্কারধর্মী কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে। এছাড়া বইতে সুলতানের দাম্পত্য জীবন ও সন্তান-সন্ততিদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। সবশেষে দেয়া হয়েছে সুলতান সুলায়মানের অন্তিম মূহুর্তের কিছু বর্ণনা।
.
ব্যক্তিগত অনূভুতিঃ-
লেখক কাজী আবুল কালাম সিদ্দিক “সুলতান সুলাইমান” বইটিকে নির্ভরযোগ্য উৎস ও তথ্যের আলোকে সাজিয়েছেন। বইটি পড়ার পর জানতে পেরেছি সুলতান সুলাইমানের সময়কার উসমানী সাম্রাজ্যের অর্থনৈতিক, সামরিক, রাষ্ট্রব্যবস্থা ও যুদ্ধকৌশল সহ নানা দিক। সব মিলিয়ে বইটি ইতিহাস পাঠকদের জন্য খুবই ভালো এবং উপকারী হবে বলে আশা করি।
তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ ভ্রান্ত ও অশ্লীল কাহিনী সমৃদ্ধ সিরিয়াল না দেখে “সুলতান সুলাইমান” বইটি একবার হলেও পড়ুন এবং অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। কারন এটা শুধু একজন শাসকের জীবনী সমৃদ্ধ ইতিহাসের বই না, এর সাথে মিশে আছে মুসলমানদের গৌরবময় সোনালী অতীত।