আধুনিকতার নামে বর্তমান বিশ্বে নারীস্বাধীনতা ও সমঅধিকারের চেতনা গেলানো হচ্ছে, বস্তুবাদী আর ভোগবাদীর প্ররোচনায় নারীদের যে অশ্লীল ও অশালীন জগতে ঠেলে দেওয়া হচ্ছে, এর একমাত্র বিরোধীপক্ষ ইসলাম। ফলে ভোগবাদে অভ্যস্ত আমাদের যুবসমাজ নাস্তিক ও সংশয়বাদীদের প্ররোচনায় নারী-ইস্যুতে ইসলামের বিধি বিধানের যৌক্তিকতা নিয়ে সন্দিহান হয়ে উঠছে। অথচ একটু তলিয়ে দেখলেই এসব অভিযোগের সামান্য সত্যতাও খুঁজে পাওয়া যায় না। এই বইটি পড়ে তা কিছুটা হলেও অনুধাবন করা যাবে, ইনশাআল্লাহ।
.
যারা মুমিন-মুসলিম, আল্লাহ তাআলার নিদর্শন পেলে যাদের ইমান বৃদ্ধি পায়, তাদের জন্য বইটি ঈমানের আলো আর অন্তরের প্রশান্তি নিয়ে আসবে বলেই বিশ্বাস। যারা অমুসলিম, তারা এ বই পড়ে ইসলামের সৌন্দর্য অনুধাবন করতে পারেন। আর যারা অন্তরে নাস্তিক্যবাদ বা সংশয়বাদ লালন করেন, তাদের জন্য বইটি হতে পারে শিফা-স্বরূপ, আখিরাতে মুক্তির আলোকবর্তিকা।
Copyright © 2024 Seanpublication.com
Rehmatullah Sojol –
ইসলামে নারীর অধিকার নিয়ে বর্তমান বিশ্বের সিংহভাগ মুসলিম নারীরাই সংশয়ে ভোগে। মিডিয়ার মিথ্যা প্ররোচনায় প্ররোচিত হয়ে তাদের মনে জাগে স্পেসিফিক কিছু প্রশ্ন। যেই প্রশ্নের উত্তরগুলো তাদের বেশিরভাগেরই জানা থাকে না৷
.
সেই প্রশ্নগুলো কী কী?
১. নারী কেনো পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে?
২. জান্নাতের পুরুষের জন্য হুর; নারীর জন্য কী?
৩. নারীরা কেনো পুরুষের ইমামতি করতে পারবেনা?
৪. সকল নবীই পুরুষ; নারী নবি কেনো নেই?
৫. পুরুষের বহুবিবাহ ইসলাম কেনো সমর্থন করে?
৬. পর্দা কেনো শুধু নারীকেই করতে হবে? পুরুষের কোনো পর্দা নেই?
৭. একজন পুরুষের সাক্ষ্য দুইজন নারীর সমান কেনো?
৮. তালাকের অধিকার শুধু স্বামীর কেনো? স্ত্রীর কি অধিকার নেই তালাক দেওয়ার?
.
এগুলোই মূলত ইসলামে নারীর অধিকারের প্রতি ছোড়া কমন কিছু প্রশ্ন—যা নারীবাদীরা মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকে।
.
তো, এইসব প্রশ্নগুলোর উত্তর নিয়ে এক মলাটে একটা বই লেখা ছিল আমাদের মুসলিম সমাজের জন্য অন্যতম চাহিদা। আমাদের সেই চাহিদা মিটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে মাস্টার্সে অধ্যয়নরত ছাত্র ইয়াকূব আলী ভাই। লেখক খুব মুন্সিয়ানার সাথে উপরের আটটি প্রশ্নের জবাব দিয়েছেন তার ‘সমতাই কি জাস্টিস’ নামক বইটিতে। সবগুলো প্রশ্নের জবাব দিয়েছেন কুরআন, সুন্নাহ এবং যুক্তির আলোকে। ছোট বইটা লিখতেও লেখককে ভালো রকম ঘাম যে ঝড়াতে হয়েছে, সেটা বোঝা যায় প্রত্যেকটি প্রশ্নোত্তরের আলোচনায় লেখকের রেফারেন্সের সংখ্যা দেখলে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেখাবে, এই প্রশ্নগুলোর গোড়া কতটা নড়বড়ে। লেখাগুলো আপনার অন্তরে পৌছে দিবে ইসলামে নারীর মর্যাদার আসল বার্তা।
তো, বইটা কেনো কিনবেন সেটা ভাবছেন; তাইতো?
উপরের আলোচনায় যদিও বোঝার কথা তারপরও আরেকটু কথা বাড়াই। বইটি পড়ার পর আপনার মনে ইসলামে নারীর অধিকার নিয়ে যে সংশয়গুলো বাসা বেঁধেছিল সেগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। আপনি বুঝতে পারবেন নারী অধিকারের নামে নারীবাদীদের মিথ্যাচার। মিডিয়ার মাধ্যমে তাদের দেওয়া শুভংকরের ফাঁকিগুলো আপনার কাছে পানির মতো পরিস্কার হয়ে উঠবে। আপনার চোখে ফুটে উঠবে ইসলামে নারী অধিকারের সৌন্দর্য।
.
বইটি প্রকাশ করেছে রেইনফল পাবলিকেশন। বইটির প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা দুটোই বেশ চমৎকার। বইটির পৃষ্ঠাসংখ্যা ১১২ আর গায়ের মূল্য ১৮৬ টাকা। কলেবর অনুযায়ী দামটা একটু বেশি মনে হলেও বইটার উপকারিতার সামনে এই দাম আসলে কিছুই না।
.
পরিশেষে, প্রত্যেক মুসলিম ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলবো – বইটা আপনারা অবশ্যই পড়বেন। বিশেষ করে বোনেরা অবশ্য অবশ্যই পড়বেন। পড়ার পর যথাসম্ভব চেষ্টা করবেন লেখকের উত্তরগুলো কীভাবে আশেপাশের মানুষদের মাঝে ছড়িয়ে দেয়া যায়। সবাই যেনো বুঝতে পারে যে, সব জায়গায় সমতা কখনোই জাস্টিস নয়।
.
মেহেরবান রবের কাছে ফরিয়াদ, তিনি যেনো আমাদেরকে ইসলামের বিধানগুলোর সৌন্দর্য বোঝার তৌফিক দেন। আমীন।