খুতুবাতে মাদরাস- সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক একগুচ্ছ স্মারক-বক্তৃতা। এখন থেকে প্রায় এক শ বছর আগে প্রদত্ত এই বক্তৃতাগুলো এখনো বিশ্বময় সমান আবেদনপূর্ণ । ১৯২৫ সালের অক্টোবর- নভেম্বরে যখন বক্তৃতাগুলো প্রদত্ত হয় তখন বিদ্বান মহলে বিপুল সাড়া ফেলে। মূল উর্দুর পাশাপাশি এর ইংরেজি অনুবাদ ছড়িয়ে পড়ে দুনিয়াব্যাপী। মুসলমানদের মতোই গভীর আগ্রহ শ্রদ্ধা ও মনোযোগসহ পঠিত হয় অমুসলিম সমাজে। অল্প সময়ের মধ্যে পৃথিবীর মর্যাদাশীল বিভিন্ন ভাশায় অনূদিত হয়। গবেষক চিন্তক ও বিদ্বান সমাজে বরিত হতে থাকে রেফারেন্সগ্রন্থ হিসেবে! আলহামদুলিল্লাহ এবার বইটির বাংলা অনুবাদ এলো রাহনুমা প্রকাশনীর হাত ধরে।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.