আব্দুল্লাহ ইবনে মুবারককে (রহঃ) যখন উনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, ‘আপনি আমাদের সাথে সময় না কাটিয়ে একা একা থাকেন কেন?’ তিনি বলতেন, ‘আমি তো সাহাবীদের সাথে থাকি।’ যখন জিজ্ঞেস করা হতো কীভাবে থাকেন, তিনি বলতেন, ‘আমি সাহাবীদের জীবনী পড়ি।’
.
যখন কারো ঈমান দুর্বল হয়ে পড়ে, গুনাহে লিপ্ত হয়ে পড়ে, যখন আল্লাহর ইবাদতে কোন জোস থাকে না তখনও আলিমগণ পূর্বসূরিদের জীবনী অধ্যয়নের কথা বলেন। সাহাবীদের মতো তাবেঈদের জীবনেও ছিল আলোকোজ্জ্বল। সাহাবীগণ ছিলেন নবীজির হাতে গড়া। আর তাবেঈগণ সাহাবীদের হাতে গড়া মানুষ। তারা নবীজিকে দেখেননি, কিন্তু সাহাবীদের পেয়েছেন। নবীজির শিক্ষা সরাসরি সাহাবীদের থেকে নিয়েছেন।
.
তাবেঈদের ঈমানদীপ্ত জীবনী রচনায় যে কজন লেখক প্রসিদ্ধি লাভ করেছেন, তাদের একজন ড. আব্দুর রহমান রাফাত পাশা (রহঃ)। তার লেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজ সাবলীল উপস্থাপন, যা তরুণ, যুবক, বৃদ্ধ, সব শ্রেণির পাঠকদের জন্য সহজবোধ্য।
Copyright © 2024 Seanpublication.com
Md Amdadullah Tafhim –
বইঃ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন
লেখকঃ ড. আব্দুর রহমান রাফাত পাশা র.
○ প্রাক-কথনঃ
জাহিলিয়্যাতে নিমজ্জিত জনগোষ্ঠীকে আঁধারছিন্ন করে দীপ্তিময়তায় উদ্ভাসিত করেছিল একটি ‘আলো’। যে আলো ছিল বিচ্ছুরণশীল, চতুর্দিকে সে আলোকচ্ছটা ছিল ক্রমান্বয়ী বর্ধমান। সে আলোর সপ্রতিভ মহিমায় সমোজ্জ্বলিত হয়েছে কিছু নিষ্প্রভ প্রাণ। সেই প্রাণগুলোও সপ্রতিভ হয়েছে প্রথম আলোর স্নেহধন্য পরশে, বেগ ও আবেগে, ভাব ও ব্যক্তিত্বের সান্নিধ্যে। সেই বিচ্ছুরণশীল আলোর ধারা থেমে থাকে নি বরং অব্যাহত থেকেই সপ্রতিভ প্রাণগুলো তাদের জ্যোতিতে জ্যোতির্ময় করেছেন আরো কিছু অনুসারী যাদের অনুকূল ও প্রতিকূল, সুখ ও দুঃখ, ধৈর্য ও সহনশীলতা, ভাব ও আবেগ , জীবন ও জীবিকা গড়ে উঠেছে সেই প্রথম আলোর দেখানো নীতি ও নৈতিকতা, শিক্ষা ও দীক্ষার পরিপূর্ণ অনুসরণে।
প্রথম ‘আলো’ হলেন প্রিয় নবী মুহাম্মদ স. আর ‘সপ্রতিভ প্রাণগুলো’ হলেন নবীজীর শিক্ষায় আলোকিত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে রাসুল স. এর অমীয় বাণী শুনে যারা আল্লাহর সকল ফায়সালায় পরিপূর্ণরুপে সমর্পিত ছিলেন সেই ‘অনুসারী’ রা-ই হলেন তাবেঈ। ইলম হাসিলের জন্য যাদের জীবন ছিল উৎসর্গিত, দ্বীনের জন্য ছিল কুরবান, বাতিলের মোকাবেলায় ছিল আপোষহীন। যাদের রাত্রি অতিবাহিত হতো সিজদাবনত হয়ে আর দিনাতিপাত হতো কুফফার ও তাগুত শক্তির বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহর খুনঝরা ময়দানে। আমলে যেমন ছিলেন নিষ্ঠাবান ও এখলাসের অমূর্ত প্রতীক তেমনি ছিলেন দুনিয়ার ভোগ-বিলাস, আরাম-আয়েশের উপেক্ষা ও অবজ্ঞাকারীর দুষ্প্রাপ্য দৃষ্টান্ত।
♤ বইটির বিষয়বস্তুর নির্মোহ বিশ্লেষণঃ
‘সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন’ এর বাংলা অনুবাদ ‘তাবেঈদের ঈমানদীপ্ত জীবন’ বইটিতে স্থান পেয়েছে নির্ভরযোগ্য ও সুনির্বাচিত ৩৭ জন তাবেঈ’র জীবনঘনিষ্ঠ আলোচনা। রয়েছে তাদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যতা,মেধা ও প্রতিভা, প্রজ্ঞা ও বিচক্ষণতার চমকপ্রদ কিছু ঘটনা। লেখক বইটিতে প্রতিটি জীবনী আলোচনা শুরু করেছেন সুন্দর উপমা ও উক্তি দিয়ে, যা থেকে প্রথমেই উক্ত তাবেঈ’র ব্যক্তিত্ব ও মহানুভবতা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। তাবেঈগন যেসকল সাহাবিদের সান্নিধ্যে ধন্য হয়েছিলেন তাদের সাথে কিছু ঘটনা বইটিকে আরো সজীব ও প্রাণবন্ত করে তুলেছে।
মুলভাব অক্ষুন্ন রেখে সাবলীল গতিতে বর্ণনা করা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের জুলুম-নির্যাতন, উমর ইবনে আব্দুল আযীযের ইনসাফপূর্ণ শাসন,উমাইয়া শাসকদের জৌলসপূর্ণ ভোগের জীবন, আসহাবে রাসুলের শিষ্য-শাগরেদদের দরবেশি জীবিনের হৃদয়গ্রাহী উপস্থাপনা। মৃত্যুর স্মরণ, আখেরাতের জীবনে হিসাবের ভয়াবহতা, আল্লাহ ভীতি, রাসুল প্রেম, নফসের বিরুদ্ধে যুদ্ধ, ইলম অর্জনে আগ্রহ, উম্মাহর প্রতি দরদ, দুনিয়াবিমুখতা সহ বিভিন্ন বিষয়ের উপর ঈমান জাগানিয়া ঘটনাগুলো স্থান পেয়েছে বইটিতে।
♤ বইটি কেন পড়বেন?
বইটিতে তাবেঈদের ব্যক্তি ও পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্টীয় জীবনের অন্তরছোয়া ঘটনাগুলো পাঠকহৃদয়কে যোগাবে শীতলতার পরশ, উন্নীত করবে ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব। রাজদরবারের বিচারকার্যে দক্ষতা ও বিচক্ষণতা, জিহাদের ময়দানে বিরত্ব ও নিপুণতা, ঈমান ও আমলে নিষ্ঠা ও একনিষ্ঠতা পাঠককে কখনো মুচকি হাসাবে, কখনো অশ্রুজলে সিক্ত করবে, কখনো হৃদলোকে আলোড়ন সৃষ্টি করবে অনুশোচনার ঝড়। দ্বীনের কল্যানে তাদের মুহুর্মুহু ত্যাগ ও তীতিক্ষার ঘটনাগুলো মানুষের ঈমান ও আমলে শক্তির যোগান দিবে। আত্নশুদ্ধি ও আত্নোন্নয়নের মহান ব্রতে উজ্জীবিত হওয়ার জন্য বইটি অতুলনীয়।
♤ লেখক সম্পর্কে কিছু কথাঃ
মুসলিম বিশ্বে সাড়া জাগানো অমর গ্রন্থটির লেখক বিখ্যাত আরবী সাহিত্যিক ড. আব্দুর রহমান রাফাত পাশা র.। উচ্চশিক্ষিত ও সুপণ্ডিত এই মহান লেখকের আকর্ষণীয় ভাষা, চমৎকার সাহিত্যরস আর শব্দালঙ্কারের অপূর্ব দক্ষতা লেখককে আরো জনপ্রিয় করেছে। তার রচনাবলী ও বিষয়াদি বাহুল্যবর্জিত ও সনদভিত্তিক বলে আরববিশ্বে অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত। এ বইটির কিছু মুল্যবান অংশ চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের স্ফুরণ ঘটিয়েছে বিধায় সৌদি আরবের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
♤ পাঠ প্রতিক্রিয়া ও মন্তব্যঃ
জীবনীগ্রন্থ সব সময়ই খুব পছন্দের।তার উপরে যেহেতু তাবেঈ’দের জীবনী তাই প্রবল আগ্রহে পড়ছিলাম। সুন্দর প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা, সামঞ্জস্যপূর্ণ মলাট এবং শক্ত কভারের এই বইটি অনেক কিছু শিখিয়েছে ও ভাবিয়েছে, হাসিয়েছে ও কাঁদিয়েছে।চমৎকার উপস্থাপনা, বক্তব্যের মর্মপ্রবাহ ও শব্দপ্রয়োগে ভাবের উন্মোচন বিমোহিত করেছে। সর্বোপরি, অদ্ভুত এক ভালোলাগা ও ভালবাসা জড়িয়ে আছে বইটির প্রতি।
♤ এক নজরে…
বইঃ তাবেঈদের ঈমানদীপ্ত জীবন
লেখকঃ ড.আব্দুর রহমান রাফাত পাশা র.
অনুবাদকঃ মাওলানা মাসউদুর রহমান
মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
পৃষ্ঠাঃ ৪৪৫
প্রকাশনীঃ রাহনুমা প্রকাশনী