Copyright © 2024 Seanpublication.com
নবিজির পরশে সালাফদের দরসে
- লেখক : ইবনু রজব হাম্বলি, ফারহীন জান্নাত মুনাদি, হাফিজ আল মুনাদি
- পাবলিকেশন : সমর্পণ প্রকাশন
- বিষয় : সকল প্রকাশক, হাদিস বিষয়ক আলোচনা
Author : ইমাম ইবনু রজব হাম্বলি
Translator : হাফিজ আল মুনাদি, ফারহীন জান্নাত মুনাদি
Category : হাদিস বিষয়ক আলোচনা
এই বইটি এমনভাবে বিন্যস্ত যে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ও সালফে সালেহিনদের বাণী পড়তে পড়তে পাঠকের মনে হতেই পারে—যেন বসে আছি খেজুর পাতায়-ছাওয়া মসজিদে নববিতে রাসুলের পরশে; যেন হারিয়ে গেছি দূর অতীতে সালাফদের দরসে। ‘দাওয়াহ ও আত্মগঠনে’ উৎসাহী সকল মুসলিম ভাই-বোনের জন্য বইটি উপকারী হবে ইবনু রজব হাম্বালি রহিমাহুল্লাহর জামিউল উলুম ওয়াল হিকাম কিতাব থেকে সংক্ষেপিত বাংলা নবিজির পরশে সালাফের দরসে বইটি।
৳242 ৳169
You Save TK. 73 (30%)
নবিজির পরশে সালাফদের দরসে
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for নবিজির পরশে সালাফদের দরসে
Add a review Cancel reply
Farzana Ashrafi –
সভ্যতা তখনো যান্ত্রিক হয়নি। ছিলনা বিজলী বাতির রোশনাই। বৈদ্যুতিক পাখা বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের গুঞ্জনবিহীন খেঁজুর পাতায় ছাওয়া মসজিদ-মক্তবের মাটির মেঝেতে বসে কোরআন-হাদীসের দরস দিতেন আমাদের সালাফরা। পিনপতন নিরবতায় জ্ঞান সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত ত্বলীবুল ইলমরা উস্তাদের কণ্ঠ নি:সৃত মণি-মুক্তা মাটিতে পড়ার আগেই আহরণ করে নিতেন। তাঁদের সেই সমস্ত কুড়ানো মানিক আজও আমাদের পথ চলার পাথেয়।
এমনই সব অমূল্য রতনে ঠাসা বই ইমাম ইবনু রজব হাম্বলী রচিত ‘জামিউল উলুমি ওয়াল হিকাম’। এই কিতাবেরই সার নির্যাসের বাঙলায়ন ‘নবিজির পরশে, সালাফের দরসে’।
বই নিয়ে বলার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই।
আবদুর রহমান ইবনু আহমাদ, যাকে আমরা ইবনু রজব হাম্বলী (রহ.) হিসেবে জানি; ৭৩৬ হিজরীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। ইলম অন্বেষণে মিশর, মক্কাসহ বহুস্থানে সফর করেছেন। ইমাম নববী, ইবনুল কাইয়িম,ইবনু নাকীব (রহ.) প্রমুখের তিনি শিষ্য ছিলেন। হাম্বলী মাজহাবের অন্যতম ইমাম হিসেবে স্বীকৃত ইমাম ইবনু রজব (রহ.) জামিউল উলুমি ওয়াল হিকম ছাড়াও কিতাবুয যুহদ, হাদীস সংকলন মুসনাদে আহমাদ সহ বহু কালজয়ী গ্রন্থেরও প্রণেতা।
এবার বই প্রসঙ্গ।
আমাদের রাসূলের (সা.) এর অন্যতম বৈশিষ্ট ও মুজিজা ছিল ‘জাউয়ামিউল কালিম’ বা ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত কথা বলার ক্ষমতা। এমন অনেক হাদীস রয়েছে যে গুলো খুবই সংক্ষিপ্ত; কিন্তু সেগুলোকে ঘিরে আছে ইসলামের সামগ্রীক বিধান।
আর এরকমই ২৬টি মৌলিক হাদীসের আলোচনা নিয়ে মাজলিস করেছিলেন আবু আমর ইবনুস সালাহ (রহ.)। বলা হতো, সমগ্র দ্বীন এ ছাব্বিশটি হাদীসের অন্তর্ভুক্ত। পরবর্তীকালে ইমাম নববী (রহ.) যুক্ত করেন আরো কয়েকটি হাদীস। এতে করে হাদীসের সংখ্যা দাড়ায় বিয়াল্লিশ-এ। ইমাম নববীর (রহ.)-র এই সংকলনটিই ‘ইমাম নববীর চল্লিশ হাদীস’ নামে সমাদৃত।
আরও পরে ফিকহ শাস্ত্রের বিখ্যাত ইমাম ও মুহাদ্দিস ইবনু রজব হাম্বলী (রহ.) তাঁর অনুসারীদের পুন: পুন: অনুরোধে অনুধাবন করেন ইমাম নববীর বিয়াল্লিশ হাদীসের এ সংকলনের ওপর আলাদা ব্যাখ্যা গ্রন্থ প্রয়োজন। ইমাম নববীর (রহ.)-র হাদীসের সাথে আরো আটটি হাদীস জুড়ে দিয়ে মোট পঞ্চাশটি হাদীসের সম্মিলনে তিনি রচনা করেন ‘জামিউল উলুমি ওয়াল হিকাম ফি শারহি খামসিনা হাদীসাম মিন জাউয়ামিইল কালিম’ নামে সহস্রাধিক পৃষ্ঠার একটি ব্যাখ্যাগ্রন্থ। আর আলোচনায় সংযুক্ত করে দেন সালাফদের মণি-মুক্তা সদৃশ বাণী গুলোকেও। শতশত বছর ধরে মুসলিমদের কাছে ভীষণভাবে সমাদৃত হয়ে আসছে বইটি।
আমাদের আলোচ্য ‘নবিজির পরশে, সালাফের দরসে’ উক্ত গ্রন্থটির সংক্ষিপ্তাকার অনুবাদ।
১৬০ পৃষ্ঠার বইটি ৫০টি সংক্ষিপ্ত অধ্যায়ে বিস্তৃত। প্রতিটি পরিচ্ছদের শুরুতেই প্রাসঙ্গিক শিরোনামে আরবী ইবারত সহ হাদীসটি বর্ননা করা হয়েছে। তারপর হাদীস সংশ্লিষ্ট বিষয়ে সালাফদের উক্তি সংযোজন করা হয়েছে।
♦পাঠ প্রতিক্রিয়া:
কিছুদিন আগে সমর্পণের কয়েকটি বই সংগ্রহের ইচ্ছা থেকে অনলাইন বুকশপের ডিসপ্লে তে ঘুরছিলাম। ‘নবিজির পরশে, সালাফের দরসে’-র ভূমিকা পড়েই বইটি কেনার সিদ্ধান্ত নিই। মূলত: ইমাম নববী (রহ.)-র ‘চল্লিশ হাদীস’ এর সংকলনটি সংগ্রহ করার নিয়ত থেকেই বইটি কেনা।
বইটা আমার প্রত্যাশার থেকেও অনেক ভাল লেগেছে, আলহামদুলিল্লাহ। কি নেই এতে? যেমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট তেমনি প্রাঞ্জল অনুবাদ, ভাল বাঁধাই, ঝকঝকে পৃষ্ঠা আর নয়ন স্নিগ্ধকর প্রচ্ছদ। এক কথায় ‘ লা জওয়াব’!
একজন মুমিনের ঈমাণ-আকীদা, আমল-ইবাদত, আদব-আখলাকের পূর্ণাঙ্গ রুপরেখা যেন এই গ্রন্থে সংকলিত ৫০টি হাদীসেই বিবৃত হয়েছে! সাথে হাদীস সংশ্লিষ্ট সালাফদের কওল গুলো একে আরো পূর্ণতা দিয়েছে।
বিশেষ করে বইটির দুটি লক্ষ্যনীয় বৈশিষ্ট্য হচ্ছে :
প্রথমত, নববী আদর্শের আলোকে ব্যক্তিগত চরিত্র উন্নয়নে সহায়ক। একজন আদর্শ মুসলিমের যে সকল বৈশিষ্ট্যের অধিকারী হওয়া আবশ্যক; রাসূলের (সা.) হাদীস এবং সালাফদের ব্যাখ্যা থেকে তার স্পষ্ট একটা নির্দেশনা পাওয়া যায়।
দ্বিতীয়ত, দাওয়াহর কাজে এর উপযোগীতা।
সংক্ষিপ্ত-সরল বাক্যবিন্যাসে সালাফদের কথায় রাসূলের (সা.)হাদীসের ব্যাখ্যা। দাওয়াহ-র কাজে এর থেকে উপযোগী আর কি হতে পারে?
বইটিতে প্রচুর বানান ভুল রয়েছে। এছাড়া চমৎকার একটা বই।