আমরা যারা বাজার করি, কেনার সময় তরিতরকারি বুঝে ভাল করে যাচাই করে কিনি। দাগ আছে কিনা, নষ্ট কিনা, পেকেছে কিনা ইত্যাদি দেখে নিই। ভেজাল জিনিস কেউ-ই খেতে চাই না।
আল্লাহ্ আমাদের চেয়েও পবিত্র। তিনি কোনো ভেজাল কাজ কবুল করেন না। আর তাঁর কবুলের প্রথম শর্ত হচ্ছে ঈমান। বিশুদ্ধ ঈমান ব্যতীত হাজারো আমল তাঁর কাছে একেবারেই মূল্যহীন।
.
দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে চরম ফিতনার যুগে অনেক মানুষ দিনে দুপুরে ঈমান হারাচ্ছে মনের অজান্তেই। কিন্তু মানুষের ঈমান-আকীদা সংরক্ষণের যথার্থ পদক্ষেপ আমাদের নেই। অথচ বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার দরুণ এতদসম্পর্কিত অধিক সংখ্যক বইপত্র রচনা ও আলোচনা-পর্যালোচনা অব্যাহত থাকা ছিল একান্ত জরুরি।
এই উদ্দেশ্য থেকেই লেখক আকীদাতুত-ত্বহাবি, শারহ আকায়িদ, তালীমুদ্দিন, ফুরূউল ঈমানসহ আকীদার ওপর বিভিন্ন বিখ্যাত প্রাচীন গ্রন্থ থেকে বিশুদ্ধ আকীদার মূলনীতি সংকলন করেছেন বইটিতে। যেন সাধারণ মানুষের বুনিয়াদি ঈমান-আকীদা বিশুদ্ধ, পরিপূর্ণ এবং মজবুত হয়।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.