১.
জগতে আলো-অন্ধকারের মতো সত্য-মিথ্যার লড়াই বিরাজমান ছিল, আছে এবং শেষ দিন পর্যন্ত থাকবে। জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো শেষ হয়ে যায়নি এবং যাবে না। এগুলো নানান সময়ে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে।
‘ওটা মিথ্যা’
‘ওটা অযৌক্তিক’
‘ওটা অবিশ্বাস্য’
‘ওটা অবৈজ্ঞানিক’
‘ওটা কেবল অন্ধবিশ্বাস’
এ রকম নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছে, হচ্ছে এবং হবে তারা। তাদের মিথ্যাচার, যুক্তির অসারতা, অবিশ্বাসের দর্শন, পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগের বিপরীতে আরজ আলী সমীপে একটি ভিন্ন মাত্রার সংযোজন।
২.
আরজ আলী মাতুব্বর বাংলাদেশের নাস্তিকতা-জগতে একটি পরম শ্রদ্ধেয়, উচ্চারিত এবং বহুল প্রচারিত নাম । জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজে নিজে স্বশিক্ষিত হয়েছেন বলে প্রচলিত আছে।
ধর্মের প্রতি বিতৃষ্ণা থেকে তিনি কলম ধরেছিলেন। এই বিতৃষ্ণা থেকে তিনি ধর্ম নিয়ে বেশ কিছু আপত্তি, প্রশ্ন এবং সন্দেহ উত্থাপন করেছিলেন, যেগুলো নাস্তিকসমাজে বহুলভাবে ব্যবহৃত হয়। তিনি প্রশ্ন করেছেন ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে, আত্মা, পরকাল, প্রকৃতি নিয়ে। ধর্মের সাথে দর্শন আর বিজ্ঞানের অসামঞ্জস্য নিয়েও করেছেন বিস্তর আলোচনা। অর্থাৎ তিনি দর্শন, বিজ্ঞান আর ধর্মকে এক বাটখারায় মাপতে চাইছেন। বাংলা নাস্তিকসমাজের পুরোধা এই লোকের লিখিত বইয়ের জবাব হিসেবে কোনো বই বাংলা ভাষায় ইতোপূর্বে লিখিত হয়নি। আরজ আলী সমীপে বইটিতে লেখক আরিফ আজাদ আরজ আলী মাতুব্বরের প্রশ্নগুলোর জবাব তো দিয়েছেনই, সাথে ছুঁড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন।
Muhammad Tamimul Ihsan –
||বুক রিভিউ||
▪︎ জগতে আলো অন্ধকারের মতো,হক্ব এবং বাতিলের একটা লড়াই চিরকাল বিদ্যমান ছিলো,আছে এবং পরবর্তীতেও থাকবে।জাহিলিয়াতের দ্বন্দ্বগুলো কোনোদিন শেষ হয়ে যায়নি আর পরবর্তীতেও যাবে কিনা সন্দেহ….!!!
বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের কাছে এসে ধরা দিবে। এরকমই একটি ফাঁদ হচ্ছে নাস্তিকতা।ধর্ম বিদ্বেষ,ধর্মের অপব্যাখ্যাসহ বিভিন্ন কার্যকলাপ এদের দ্বারাই হয়ে যাচ্ছে। তরুণদের মগজধোলাইের কাজটাও এরাই করে যাচ্ছে। এই বাংলাদেশেও এরা চরম আকার ধারণ করেছে।বিভিন্ন ব্লগ,ওয়েবসাইট,ফেইসবুক সহ যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সব গুলোতেই এদের অবাধ বিচরণ। আর এই নাস্তিকদেরই এক পরম শ্রদ্ধার পাত্র হলেন স্বশিক্ষিত আরজ আলী মাতুব্বর। যিনি কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে গড়ে উঠেননি।ধর্মের প্রতি বিতৃষ্ণা থেকে নাকি উনি কলম ধরেছেন । আর তার লেখাগুলোই আমাদের নাস্তিক সমাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অথচ তার না আছে কোনো যুক্তি, না আছে বিজ্ঞান সম্মত কোনো কথা। তবে ধর্ম সম্পর্কে অনেক শিক্ষিত তরুণ তেমন ভালো না জানাই আটকে যায় এর বেড়াজালে।হয় পথভ্রষ্ট। তাই নাস্তিকতার গুরু আরজ আলী মাতুব্বরের বিভিন্ন ভ্রান্ত ধারণার জবাব নিয়েই লিখিত “আরজ আলি সমীপে” লিখেছেন আমাদের সবার প্রিয় লেখক আরিফ আজাদ ভাই।প্রকাশ করেছে সমকালীন প্রকাশনী।
▪︎ বইটি মূলত লেখা আরজ আলী মাতুব্বরের সত্যের সন্ধানে বইটিকে ডিফেন্ড করে। আরজ আলীর বিভিন্ন প্রশ্নের যথাপযুক্ত উত্তর দেয়া হয়েছে বইটিতে। বইটির শারয়ী সম্পাদনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আবু বকর মুহাম্মাদ জাকারিয়া।
▪︎ বইটিতে আরজ আলী মাতুব্বরের বিভিন্ন অপযুক্তি ভাগ করা হয়েছে মোট ৭ টি ভাগে।প্রথম ভাগে আলোচনা করা হয়েছে আরজ আলী মাতুব্বরের সত্যের সন্ধানে বইয়ের ভূমিকা নিয়ে। যেখানে লেখক দেখিয়েছেন কীভাবে মাতুব্বর সাহেব বিসমিল্লাহই গলদ দিয়ে শুরু করেছেন।দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে আত্মা বিষয়ক আরজ আলী মাতুব্বরের ভূল প্রশ্নগুলো নিয়ে।তৃতীয় ভাগে ঈশ্বর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। চতুর্থ ভাগে পরকালের বিষয়গুলো নিয়ে। পঞ্চম ভাগে ধর্ম সংক্রান্ত উনার কুযুক্তি গুলো নিয়ে। ষষ্ঠ ভাগপ প্রকৃতি বিষয়ক এবং সপ্তম ভাগ লেখক আরিফ আজাদ শেষ করেছেন আরজ আলী মাতুব্বরের বিবর্তনবাদ সংক্রান্ত আলোচনা দিয়ে।
▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন…?? যারা নাস্তিকতার ফাঁদে ফেসে গেছেন বা নেক্সট টাইম কখনো ফাঁসতে চান না তাদের জন্য মূলত এই বইটি।নাস্তিকরা প্রথম শুরু করে আরজ আলী মাতুব্বরের বই দিয়েই। তাই তার বই পড়ে যারা নাস্তিকতার দিকে ঝুঁকেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই বইটি। আরজ আলী মাতুব্বরের প্রশ্নগুলো নিয়ে কেউ সন্দেহের জালে ফেললেই এই বইটি আপনার জন্য অনেক জরুরী।
▪︎ ব্যক্তিগত অনুভূতি : বইটি অসাধারণ একটি বই।ছোটবেলায় আরজ আলীর একটা বই স্কুলে থাকতে পড়েছিলাম। তবে কিছুটা বিজ্ঞান মনষ্ক থাকাই ওনার অনেক প্রশ্ন লেইম কোয়ালিটির মনে হতো বাট উপযুক্ত জবাব আবার অনেক প্রশ্নের খুঁজে পেতাম না।বইটি এ ব্যাপারে অনেক সাহায্য করেছে।
তাই নাস্তিকতার অপযুক্তিগুলো জানার জন্য হলেও বইটি সবার পড়া দরকার।
ব্যক্তিগত রেটিং : ৪/৫
মাআসসালাম…………..!!