সভ্যতার সংকট
- লেখক : ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
- প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
- বিষয় : মতবাদ ও দর্শন
- ISBN : 9789843368829
- পৃষ্ঠা : 173
- কভার : পেপারব্যাক
৳350.00 Original price was: ৳350.00.৳262.50Current price is: ৳262.50.
আপনি সাশ্রয় করছেন 87.5 টাকা। (25%)
মৌখিকভাবে সকল মুসলিম যদিও স্বীকার করে যে, ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো কুরআন-সুন্নাহ; কিন্তু তাদেরকে সঠিক অর্থে কুরআন-সুন্নাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো হলে তারা নানান অজুহাত দিতে আরম্ভ করে। সবচেয়ে বেশি যে কথা বলা হয় তা হলো, “আমাদের অঞ্চলে এ ধরনের নিয়মের প্রচলন নেই”। এ ধরনের অসার যুক্তিতেই এসব মুসলিমদের মগজধোলাই হয়ে আছে।
ছেলেমেয়েরা একটু বড় হলে যদি তারা কোনো আচার-প্রথা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে মুরব্বিরা এই বলে তাদেরকে তিরস্কার করে যে, “তোমাদের পূর্বপুরুষরা যেহেতু কাজটিকে ভালো মনে করেছেন, সেহেতু তোমাদেরও এটা করা উচিত”, অথবা, “তুমি কী মনে করো তোমাদের বাপদাদারা সবাই ভুল ছিল?” মাক্কার মুশরিকদেরকে যখন ইসলামের দিকে আহ্বান করা হতো, তারাও একই রকম কথা বলত!
আল্লাহ কুরআনে বলছেন,
“যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে ও রসূলের দিকে আসো’, তারা বলে, ‘আমরা আমাদের পিতৃপুরুষদের যার ওপর পেয়েছি, তা-ই আমাদের জন্য যথেষ্ট।’ তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং হিদায়াতপ্রাপ্ত ছিল না তবুও?” [আল-মা’ইদাহ, ০৫ : ১০৪]
মুসলিমরা যদি তাদের সভ্যতাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং বিশ্ববাসীর কাছে নিজেদের জীবনব্যবস্থাকে পশ্চিমা সভ্যতার বিকল্প হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে সংস্কৃতি কিংবা আচার-প্রথা নামক এ জাহেলি জঞ্জালকে অবশ্যই বর্জন করতে হবে। কারণ পশ্চিমা সভ্যতার সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবেলা করার ক্ষমতা কেবল বিশুদ্ধ ও নির্ভেজাল ইসলামেরই আছে।…
এই বইটি কমিউনিটিতে গিফট দিন
বইটি কিনে কমিউনিটিতে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে!
আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।
রিলেটেড বই
Time Management
আপনি সাশ্রয় করছেন 67.5 টাকা। (25%)
হাসান ইবনু আলি (পেপারব্যাক)
আপনি সাশ্রয় করছেন 118.75 টাকা। (25%)
আবু বাকর আস-সিদ্দীক
আপনি সাশ্রয় করছেন 206.25 টাকা। (25%)
ওপারে
আপনি সাশ্রয় করছেন 55 টাকা। (25%)
সকাল-সন্ধ্যা এবং নিরাপত্তা লাভের দুআ
আপনি সাশ্রয় করছেন 42.5 টাকা। (25%)
নট ফর সেল
আপনি সাশ্রয় করছেন 45 টাকা। (25%)
এক
আপনি সাশ্রয় করছেন 98.75 টাকা। (25%)
MD Sharaj Uddin Shakil –
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পশ্চিমা সভ্যতা আজ আমাদের কাছে সংস্কৃতির একমাত্র মানদন্ড হিসেবে দাঁড়িয়ে আছে। অথচ ইসলামের সাথে পশ্চিমের দ্বন্দ্ব চিরন্তন। ইসলামী সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা সম্পর্কিত দলিল প্রমাণ নির্ভর আলোচনা করা হয়েছে বইতে, যা সহজে একজন পাঠককে উপলব্ধি বলতে শিখাবে ইসলামের সংস্কৃতি-সভ্যতা। তবে বইটির প্রচ্ছেদ এবং সূচিপত্রের বিন্যাস ব্যক্তিগতভাবে ভালো লাগেনি।
– MD Sharaj Uddin Shakil
Shafi’e –
সভ্যতার সংকট:
লেখক একজন রিভার্টেড মুসলিম হলেও তিনি এখানে দেখিয়ে মুসলিমদের তামাদ্দুন-তাহযিব কিভাবে অন্যান্য সকল সভ্যতা ও সংস্কৃতি থেকে ভিন্নতা লালন করে। হয়তো নাম দেখে বইয়ের, একে সবাই একাডেমিক ধাঁচের বই মনে করতে পারে, কিন্তু আসলে তা না। কারণ লেখক বইটিতে পশ্চিমা সভ্যতার সূচনা এবং তার বিকাশ সাথে কিভাবে মুসলিমদের সভ্যতা-সংস্কৃতিতে বিজাতীয় সংস্কৃতির প্রভাব পড়ার দরুন কিভাবে দ্বীন ইসলাম রেওয়াজ প্রথার শিকলে আবদ্ধ হয়ে গেছে। সেই সাথে তিনি ইসলামি সভ্যতা-সংস্কৃতি ও তার নিজস্বতাকে ইসলামের আলোকে ব্যখ্যা করার মাধ্যমে সভ্যতার যে সংকট আমাদের মধ্যে বিদ্যমান, তা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। তাই বর্তমান সময়ে বাংলা ভাষায় এরকম বই খুব একটা নেই বললেও চলে। আর প্রত্যেক সচেতন মুসলিমকেই তা পাঠ করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি।