নতুন সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা ২২৪
–
রিভিউ লেখক : আরিফুল ইসলাম
জাকারিয়া মাসুদ ভাইয়ের সংবিৎ বইয়ে কেবল আক্রমণের জবাব দেওয়া হয়নি, পাল্টা প্রশ্নও করা হয়েছে।
.
ফারিস চরিত্রকে লেখক এমনভাবে সাজিয়েছেন, নায়ক চরিত্র হিসেবে ভালো লাগার মতো। কেবল যৌক্তিক, তথ্যবহুল কথার মধ্যেই ফারিস চরিত্র সীমাবদ্ধ নয়, সাথে চারিত্রিক বৈশিষ্ট্য ও ফারিসকে ভালো লাগার মতো। সময় জ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন ফারিস, পাশাপাশি ইবাদাত সম্পর্কেও (সকালের মর্নিং ওয়াক করার পাশাপাশি তাসবীহ পড়া)।
.
ফারিসের সাথে প্রথম পরিচিয় কয়েক মাস আগে, ফেসবুকে। ফেসবুকে ফারিসকে নিয়ে লেখা বেশ কয়েকটি গল্প পড়ে ফারিস পড়ার আগ্রহ জাগছে। লেখককে রীতিমত বিরক্ত করতাম, ‘ভাই, ফারিসকে মলাটবদ্ধ করবেন কবে?’
ফেসবুকে পড়া গল্পগুলোও বইয়ে আবার পড়লাম। মনে হচ্ছিল যেন নতুন গল্প পড়ছি। কারণ ফেসবুকে প্রকাশিত গল্পের আগের অংশে লেখক আরও নতুন কিছু যোগ করেছেন।
‘ডারউনিজম : সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ শিরোনামের গল্পে লেখক দেখিয়েছেন বিবর্তনবাদ তত্ত্ব কীভাবে সারা পৃথিবীর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখছে। দাসপ্রথা, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, শ্রেণি-সংগ্রাম, লিঙ্গ বৈষম্য প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক অনাচার বিবর্তনবাদের ফলে বিজ্ঞানের নামে প্রতিষ্ঠা লাভ করছে। এমনকি হিটলারের আগ্রাসী মনোভাবের পেছনে ডারউনিজম কীভাবে জড়িত সেটাও লেখক তুলে ধরেছেন রেফারেন্সসহ।
‘কুম্ভিলক ও দণ্ডিত অপুরুষ’ শিরোনামের গল্পে বাংলা সাহিত্যের কিংবদন্তি (!) হুমায়ুন আজাদের চৌর্যবৃত্তির কথা লেখক সুনিপুণভাবে তুলে ধরেছেন। হুমায়ুন আজাদের তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’ এবং ‘বাক্যতত্ত্ব’ বই দুটি কীভাবে Jocobsen-এর Transformational Generative Grammar, Introduction to Historical Linguistic, The Neogrammarians>, The Dehumanization of Art বইগুলো থেকে হুবহু কপি করেছেন সেটা নিয়েও লেখক আলোচনা করেছেন।
এছাড়াও একই গল্পে হুমায়ুন আজাদের ‘নারী’ বইটির মিথ্যাচারও তুলে ধরেছেন ইসলাম বিদ্বেষীদের উদ্ধৃতি দ্বারা।
আব্দুর রহমান –
ইসলাম একমাত্র শাশ্বত জীবনব্যাবস্থা। ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি সহ সর্বক্ষেত্রে ইসলাম স্বমহিমায় উদ্ভাসিত। ইসলামের বিধান বুঝার ক্ষেত্রে যুক্তি ও বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণের কার্যকারিতা আছে। কিন্তু সেটা একমাত্র মানদন্ড নয়। তারপরও নাসিকতার অন্ধকারে নিমজ্জিত কিছু মানুষ বিভিন্ন অপযুক্তি ও কৌশলের মাধ্যমে ইসলাম ধর্মের অনেক বিধানকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত। কিন্তু সকলের বোঝা উচিত যুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন সীমাবদ্ধতা আছে। যা সময় ও স্থানের প্রেক্ষাপটে সর্বদা পরিবতনশীল।
এই নীতিমালা সামনে রেখে নাস্তিকদের বিভ্রান্তিকর সব প্রশ্নের খন্ডন করে বিজ্ঞ লেখক জাকারিয়া মাসুদ রচনা করেছেন “সংবিৎ” নামে অনন্য এই বই।
.
➤ সার-সংক্ষেপ:-
বইতে আস্তিক নাস্তিক বিভিন্ন চরিত্র সৃষ্টির মাধ্যমে গল্পের আলোকে ইসলামের উপর নাস্তিকদের উপস্থাপিত ১৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেয়া হয়েছে। বইয়ের প্রধান চরিত্র ফারিস। সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সত্যান্বেষী এবং ইসলামের গভীর জ্ঞানসম্পন্ন শিক্ষিত একজন ছেলে। একাডেমিক পড়াশোনার চাইতে অন্যান্য বই বেশি পড়ে। নামায, রোজা, যিকির ও ব্যক্তিগত আমলগুলোর ব্যাপারে সে খুবই সচেতন। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ফারিস বুঝতে পারে তার আশেপাশের বন্ধু বান্ধব সহ অনেক মানুষ নাস্তিকতার ঘোর সংশয়ে নিমজ্জিত। এক্ষণে সংশয় ও নাস্তিকতার বেড়াজালে নিমজ্জিত মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামে ফেরাতে শুরু হয় ফারিস এর নতুন অভিযান। যাতে ইসলাম নিয়ে সংশয়ের অন্ধকারে নিমজ্জিত মানুষ-জন ফিরে আসতে পারে ইসলামের আলোয়।
.
➤ বইতে যা কিছু পাবেন তার মাঝে কয়েকটিঃ-
১। স্টান্ডার্ড কেন শুধুমাত্র স্রষ্টাই তৈরী করবে?
২। ডারউইনিজম সন্ত্রাসবাদের অন্যতম হাতিয়ার কেন?
৩। সমকামিতার একটি বৈজ্ঞানিক ও তাত্ত্বিক অনুসন্ধান।
৪। বাইবেলে যদি ঈশ্বরের বাণী হয় তবে কেন এত বৈপরীত্য ?
৫। ইসলামে আসার পর কি নারীদের মর্যাদা হরণ করা হয়েছে?
৬। মানুষ হিসেবে নারী-পুরুষ সমান। ইসলাম এ কথা অস্বীকার করেনা। কিন্তু কিভাবে ?
.
➤ ব্যক্তিগত অনুভূতি:-
পেপারব্যাক কভার হিসেবে বইয়ের প্রচ্ছদ ও বাইন্ডিং খুব ভালো হয়েছে। বইয়ের গল্পগুলো পড়ে অনেক উপকৃত হয়েছি। বর্তমান সময়ে যেখানে সবখানে অশ্লীল ও অবৈধ প্রেম কাহিনী সম্বলিত গল্পে ভরপুর সেখানে লেখক জাকারিয়া মাসুদ এর ইসলামি ভাবধারা সামনে রেখে শিক্ষামূলক গল্প রচনার মাধ্যমে নাস্তিকদের প্রশ্নের জবাব দেয়া সত্যিই প্রশংসনীয়। লেখক কোনরকম কৃত্রিমতার আশ্রয় না নিয়ে গল্পগুলোকে সহজ শব্দের মাধ্যমে উপস্থাপন করেছেন। সবগল্প যৌক্তিক ও বৈজ্ঞানিক তথ্যনির্ভর। সেই সাথে যুক্ত করেছেন বিপুল পরিমাণে রেফারেন্স। বইতে বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক। বইটিতে নাস্তিকরা যেমন পাবে তাদের উপস্থাপিত প্রশ্নগুলোর উপযুক্ত জবাব। তেমনি আল্লাহতে বিশ্বাসী মুসলিমদেরও বিশ্বাসের ভিত্তি আরো মজবুত হবে। তাই সকলের বইটি একবার হলেও পড়া উচিত।