স্রষ্টা ধর্ম জীবন
- লেখক : ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
- প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
- বিষয় : ইসলামি জীবন, ইসলামিক দাওয়াহ, একশো পঞ্চাশ টাকার মধ্যে বই
- ISBN : 9789843376763
- পৃষ্ঠা : 84
- কভার : পেপারব্যাক
৳110.00
স্রষ্টা ধর্ম জীবন
বইটি পাঠককে স্রষ্টার অস্তিত্ব, সঠিক ধর্মের সৌন্দর্য ও জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে পরিচালিত করে, আখিরাতের সফলতার জন্য অনুপ্রাণিত করে ।
অনেক নৃতত্ত্ববিদ মনে করেন, ধর্মের শুরু হয়েছিল বহু-ঈশ্বরবাদ দিয়ে। তখন মানুষ প্রকৃতির শক্তিকে দেবতা ভাবত। পরে মঙ্গল ও অমঙ্গলের দুইটি প্রধান দেবতার ধারণা আসে এবং শেষে একেশ্বরবাদের দিকে মানুষ এগোয়।
তাদের মতে, ধর্ম কোনো আসমানি উৎস নয়, বরং মানুষের অজ্ঞানতা ও কুসংস্কার থেকে তৈরি। তারা বিশ্বাস করেন, বিজ্ঞান একদিন ধর্মকে অপ্রয়োজনীয় করে তুলবে।
কিন্তু বাস্তবতা হলো—মানুষ জন্মগতভাবে এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। বহু আদিম গোষ্ঠীর মাঝেও একজন চূড়ান্ত সত্তায় বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়, যা প্রমাণ করে ধর্মের মূল স্বর্গীয় উৎসেই।
তাই স্রষ্টা ধর্ম জীবন বইটি দরকার, কারণ এটি ধর্ম নিয়ে প্রচলিত ভুল ধারণার জবাব দেয় এবং যুক্তি ও প্রমাণের আলোকে দেখায়—ধর্ম কোনো কল্পনা নয়, বরং মানুষের ফিতরতের (জন্মগত স্বভাব) সাথেই মিলে যায়। যারা সত্য অনুসন্ধানে আগ্রহী, তাদের জন্য বইটি হবে এক মূল্যবান সঙ্গী।
এই বইটি কমিউনিটিতে গিফট দিন
বইটি কিনে কমিউনিটিতে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে!
আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।
রিলেটেড বই
ভালোবাসার চাদর
আপনি সাশ্রয় করছেন 73.75 টাকা। (25%)
ওপারে
আপনি সাশ্রয় করছেন 55 টাকা। (25%)
হাদিস বোঝার মূলনীতি
আপনি সাশ্রয় করছেন 108.75 টাকা। (25%)
Self Confidence (Hardcover)
আপনি সাশ্রয় করছেন 120 টাকা। (25%)
নট ফর সেল
আপনি সাশ্রয় করছেন 45 টাকা। (25%)
এক
আপনি সাশ্রয় করছেন 98.75 টাকা। (25%)
Md Jillal Hossain –
আমরা যারা ইসলাম সম্পর্কে খুব কম জানি বা ধারণা রাখি না । আমরা প্রায় ইসলাম তথা ধর্ম নিয়ে স্বংস্বয় বোধ করি। আসলে এটি শয়তানের একটি টোপ মাত্র।
কিন্তু ইসলামই যে, আল্লাহ তাওয়ালার পক্ষ থেকে আসা একমাত্র মনোনীত পূর্নাঙ্গ ধর্ম সেটাই কোরআন সুন্নাহভিত্তিক ও বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ডক্টর বেলাল পিলিফস্ তার স্রস্টা ধর্ম ও জীবন বইটিতে তুলে ধরেছেন ।
MD Sharaj Uddin Shakil –
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা আপনি কি কোনদিন ভেবে দেখেছেন পৃথিবীতে এত ধর্ম থাকতে ইসলাম কেন একমাত্র সত্য ধর্ম? আসলে সত্যধর্ম হওয়ার বৈশিষ্ট্য গুলো কি কি? স্রষ্টাকে চিনব কিভাবে? স্রষ্টা তার সৃষ্টিতে কি বৈষম্য করেছেন?
এসব বিষয় কি জানতে আগ্রহ হয়? এই বইটিতে উল্লেখ করা হয়েছে সত্য ধর্মের নয়টি বৈশিষ্ট্য, সৃষ্টিকর্তাকে চেনার উপায় এবং কি কি গুণাবলী থাকার উচিত সৃষ্টিকর্তার। বাতিল ধর্ম গুলা কেন বাতিল এবং তাদের ধর্মগ্রন্থ গুলা কি বলে এসব সম্পর্কে সুন্দর একটা গবেষণামূলক বই। বইটি আপনার দিকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিবে এবং এর উত্তর বইতেই পেয়ে যাবেন, ইনশাল্লাহ।
– MD Sharaj Uddin Shakil
Shoyaibur Rahman –
বইটি অর্ডার করার সময় বইটির নাম দেখেই একপ্রকার থমকে গিয়েছিলাম, নিশ্চয়ই বইটির মধ্যে জ্ঞানের খোরাক পাবো। আর যখন বইটি হাতে পাওয়ার পর পুরো বইটি অধ্যায়ন করলাম তখন পূর্বের ভাবনার সাথে বাস্তবেও মিল পেয়েছি। অধুনা বিশ্বে যখন ধর্ম থেকে মানুষ ক্রমে দূরে সরে যাচ্ছে, তখন “স্রষ্টা, ধর্ম, জমিন” বইটি যেন আলোকবর্তিকার ভূমিকা পালন করছে। লেখক যুক্তি, দর্শন ও ধর্মীয় ভাবনার চমৎকার সমন্বয়ে দেখিয়েছেন মাশাআল্লাহ। মানুষের অস্তিত্ব, বিশ্বাস ও স্রষ্টার সম্পর্ক কত গভীরভাবে জড়িত তা স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরেছেন। বইটি কিন্ধতু শুধু ধর্মীয় বই নয়, বরং গভীর চিন্তা ও উপলব্ধির আহ্বান। লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। মানবজীবনের অস্তিত্ব, ধর্মের প্রয়োজনীয়তা এবং স্রষ্টার প্রতি দায়িত্ববোধের প্রকৃত অর্থ। বইটির প্রতিটি অধ্যায় আমাকে ভাবতে সাহায্য করেছে,, আমি কোথা থেকে এসেছি, কেন এই পৃথিবীতে, আর আমার গন্তব্য কোথায়। বিশেষভাবে ভালো লেগেছে, লেখক যুক্তি, ইতিহাস ও কুরআনের আলো একত্র করে এক নিখুঁত ভারসাম্য বজায় রেখেছেন বইটিতে।
বইটি পড়ার পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই বইটি পাঠকের চিন্তার পরিধি বাড়াবে ইনশাআল্লাহ
Sazzad H Limon –
স্রষ্টা ধর্ম জীবন যার
এই বইটি শুধু স্রষ্টা বা ধর্ম নিয়ে নয় বরং এতে জীবনের কথা আছে এবং মানব জীবনের বড় বড় ধাঁধা গুলোর জবাব এই বইটি। বইটি ধার্মিক কিংবা চিন্তাশীল মানুষের জন্য। বস্তুু জগতে বাতায়ন করবে এই, বই এমন এক ছবি দেখাবে যা বস্তুবাদের চশমা আটা চোখে। এই বই থেকে জানতে পেরেছি স্রষ্টা কি জিনিস,,। এবং সবচেয়ে কৌতুহলী যেই বিষয়টি জানতে পেরেছি যে অনেকেই মনে করে ” যেকোনো একটি ধর্ম মানলেই চলে”। আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতো, ” সব ধর্মই কি গ্রহনযোগ্য?” আলহামদুলিল্লাহ এখন সব কিছু ক্লিয়ারলি জানতে +বুঝতে পেরেছি। বইটি পড়ার অনুরোধ রইলো সকলকে
আল্লাহ তায়ালা কবুল করুক
Sazzad H Limon