আচ্ছা, আমি তো ভুলে পানি খেয়েছি। আমার রোযা কী হবে?
আচ্ছা, গত বছর আমি আমার রোযা কয়েকটা রাখিতে পারিনি, এখন সে রোযার কী হবে?
কতটি রোযা যে ছেড়েছি, সেটাই মনে নেই, এখন কী করব আমি?
আচ্ছা, এক দেশে থেকে আরেক দেশে রোযার সময়ে সফর করলাম। এখন কতটি রোযা রাখব? ৩০ টি না কি ৩১ টিই রাখব?
এমন হাজারও প্রশ্ন আপনার এবং আমার মনে রোযার দিনে উদ্রেক হয় এবং উত্তর প্রয়োজন হয়, আশাকরি এবার আপনার জন্য সহজ একটা সমাধান উপস্থিত!
হ্যাঁ, সৌদি আরবের কিবারুল উলামার একজন ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জিবরীন রহিমাহুল্লাহর বইটি আপনাকে পথ দেখাবে ইন শা আল্লাহ। কারণ?
বইটি মূলত আমাদের মতো সাধারণ ব্যক্তিদের প্রশ্নের উত্তর থেকেই লিখিত হয়েছে। শাইখ উত্তর দিয়েছেন, এরপর জনসাধারণের উপকার্থে তা একত্রিত করে বই হিসেবে প্রকাশ করেছেন। তাহলে আর দেরি করছেন কেন? আপনার সাধারণ এবং অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত মাসআলাগুলোসহ বইটি সংগ্রহ করুন।
Reviews
There are no reviews yet.