‘নাশরুত তীব ফী যিকরিন নাবিয়্যিল হাবীব (সা.)’ হযরত মাওলানা আশরাফ আলী থানভী র. কর্তৃক উর্দূ ভাষায় রচিত একমাত্র সীরাত গ্রন্থ। যার ভাষা সহজবোধ্য এবং উপস্থাপনা প্রাঞ্জল।
প্রতিটি অধ্যায়ের আলোচ্য বিষয় সম্পর্কে কুরআনের একাধিক আয়াত ও হাদীস সংযুক্ত করে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে।
লেখক এই গ্রন্থে ইসলামের মহান নবীকে মুসলমানদের আত্মা এবং গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে তুলে ধরেছেন।
গ্রন্থটির রচনাশৈলী অন্যান্য সীরাত গ্রন্থ থেকে ভিন্ন হওয়ায় তা সীরাত সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে।
হযরত থানভী র. গ্রন্থটির একটি উপকারিতা এভাবে বর্ণনা করেন যে, গ্রন্থটির রচনা ১৯১১ খ্রিষ্টাব্দে শুরু করে ১৯১২ খ্রিষ্টাব্দে শেষ করেন। তখন ভারতবর্ষে ব্যাপক মহামারী ছড়িয়ে পড়লেও এই সীরাত গ্রন্থের অসিলায় মহান আল্লাহর রহমতে থানাভবন ও আশপাশের এলাকার মানুষ নিরাপদ থাকে।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.