মৃত্যু একবারই আসে। যদি আপনি জানেন, এই জীবনের পর আর কোনো জীবন নেই, তবে তো মুমিন হওয়ার কোনো প্রয়োজন নেই, যুলম বন্ধের কোনো দরকারই নেই। কারণ, আপনার তো জীবন একটাই। এটা অধিকাংশ আমেরিকানের কথার মতো। তারা বলে জীবনকে পুরোপুরি উপভোগ করুন। তারা তো বিশ্বাস করে না যে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন। তাঁর কাছে প্রত্যেকটি কাজের ব্যাপারে তাদের জিজ্ঞাসিত হতে হবে। না, আমরা আমেরিকানদের মতো বলি না, বরং আপনি আল্লাহর দেয়া জীবনকে নিয়ন্ত্রণে রাখুন। তা ছাড়া আমরা এই কথাতে বিশ্বাসই করি না। এ কারণেই পুনরুত্থানে বিশ্বাস করা অপরিহার্য। এতে ইয়াকিন রাখতে হবে।’
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.