আমরা সবাই জানি, রাসূল স.-কে ভালো না বাসলে ঈমান পূর্ণ হয় না। কিন্তু কতটুকু ভালোবাসতে হয় তাঁকে? কতটুকু আপন করে নিতে হয় তাঁকে?
নিজের জীবনের চেয়েও বেশি। কেউ যদি নিজের প্রাণের চেয়েও তাঁকে বেশি মহব্বত না করে, তবে সে ঈমানদার হতে পারবে না। কেননা, ঈমান আনার প্রথম শর্তই হলো রাসূলপ্রেম। যার হৃদয়ে রাসূলপ্রেম নেই, তার ঈমান নেই। আর যার ঈমান নেই, তার কোনো আমল কবুল হবে না। সে জান্নাতেও যাবে না। সাহাবি, তাবিয়ি, তাবি-তাবিয়িরা জীবন দিয়ে মহব্বত করেছেন রাসূল স.-কে। তাঁদের কাছে প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিলেন নবিজি। তাঁদের সেই অতুলনীয় ভালোবাসার কিছু বাস্তব চিত্র ফুটে উঠেছে “সালাফদের হৃদয়ে রাসুলপ্রেম” বইটিতে। রাসুলপ্রেমের সোনালি গল্পগুলো লেখক তার কিতাবে লিপিবদ্ধ করেছেন খুবই যতনে। সালাফরা কতটা পাগলপারা হয়ে নবিজিকে ভালোবাসতেন, এই বইটি পড়লে তা সকলের কাছে পরিষ্কার হবে ইন-শা-আল্লাহ।
Reviews
There are no reviews yet.