আমাদের দেশে আরবী শেখার জন্য বিগিনার লেভেলে যে বইটিকে প্রায় সব মাদরাসাতেই আদর্শ হিসেবে অনুসরণ করা হয়, এটা সেই বই। বইটির প্যাটার্ন হচ্ছে, প্রথমে সরাসরি ব্যাকরণে না গিয়ে ছোট্ট ছোট্ট শব্দের দ্বারা আরবী ভাষার সাথে পরিচিত করে তোলা। অতঃপর কয়েক অধ্যায় যেতেই ধীরে ধীরে গ্রামারের সাথেও পরিচিত করে তোলা হয়েছে। এইভাবে নাহু সরফ(আরবী ব্যাকরণের দুটি ভাগ) এর সাথে পাঠককে শেখানো হয়েছে। বইটি মূলত একটি সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই এই বইটি শেষ করার পর সিলেবাস অনুযায়ী এই বইদু’টি পড়তে হবে-
এসো নাহব শিখি
এসো ছারফ শিখি
বইটি একা একা পড়ে ফায়দা হাসিল করা যায়, তবে বইটির কাঠামো একজন শিক্ষকের সামনে বসে শেখার জন্য তৈরি করা হয়েছে। সর্বাত্মক ফায়দা নেয়ার জন্য শিক্ষকের বিকল্প নেই।
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.