কিছু কথা আছে, যা কেবল একজনকেই খুলে বলা যায়। কিছু গল্প থাকে, যা কেবল একজনকেই চুপিচুপি শোনানো যায়। জীবনের নানা সংকট-সংশয়ে, দুঃখ-কষ্টে যাকে খুব কাছে পাওয়া যায়। হতাশা আর ব্যর্থতার গ্লানি ঘুচাতে, পাপ-পঙ্কিলতায় মানবাত্মাকে রহমতের বারিধারায় সিক্ত করার মানসে শারাবান তাহুরার পেয়ালা নিয়ে যিনি বারবার ফিরে আসেন আমাদের নীড়ে, তিনি তো সেই পরমসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা।
গভীর অন্ধকার রাতে বিপদ সংকুল সমুদ্র মোহনায় পথহারার নাবিকের আহ্বানে সাড়া দেন যিনি, রোগাক্রান্ত সন্তানের শিওরে বসে দরদী মায়ের বুকফাটা কান্না শুনেন যিনি, তিনি তো আমাদের রব, আল্লাহ তা’আলা।
দু’আ মু’মিনের অস্ত্র। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহসম্মত দু’আ পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়। রোগ-শোক, দুঃখ-দুর্দশায়, অভাব-অনটনে, সমস্যা-সংকটে তাঁকেই ডাকুন যিনি আপনার মায়াবী ডাক শোনার জন্য অধীর আগ্রহে নিরন্তর অপেক্ষমান। বইটিতে মহান রবকে ডাকার সেই প্রেমকাব্য গাঁথা হয়েছে সুন্নাহর মালা দিয়ে। জীবনের হতাশা দূর করতে বইটি হতে পারে আপনার একান্ত সঙ্গী।
Reviews
There are no reviews yet.