fbpx
গল্প হতে রবের পথে
গল্প হতে রবের পথে

গল্প হতে রবের পথে

লেখক : হিজাযী সিস্টার্স কাফেলা
প্রকাশনী : মাকতাবাতুল হিজায
বিষয় : ইসলামী সাহিত্য, গল্প-উপন্যাস এবং সফরনামা
পৃষ্ঠা : 224, কভার : পেপার ব্যাক

সম্পাদক: মিজান বিন মোতাহার

198

You Save TK. 102 (34%)

গল্প হতে রবের পথে

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

হিজাযী সিস্টার্স কাফেলা

Reviews (1)

1 review for গল্প হতে রবের পথে

  1. আব্দুর রহমান

    ইসলামি জীবনব্যবস্থার আলোকে রচিত গল্পগুলো বরাবরই আমার আগ্রহের কেন্দ্রবিন্দু। কেননা এগুলোতে অনর্থক কিচ্ছা-কাহিনী ও অশ্লীলতা থাকে না। সেই সাথে  এসব গল্প পড়লে ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানা যায়। এবং সাহিত্যের প্রকৃত স্বাদও আস্বাদন করা যায়। সেই লক্ষ্য সামনে রেখে অন্যতম একটি বই হলো “গল্প হতে রবের পথে”। বইটি লিখেছেন হিজাযী সিস্টার্স কাফেলা নামক ফেসবুক পেইজের একঝাক লেখিকাবৃন্দ ।
    .
    ➤ সার-সংক্ষেপঃ-
    বইটি সাজানো হয়েছে আলাদা শিরোনামে ৩৩ টি গল্পের মাধ্যমে। যার প্রতিটি গল্প নিয়ে লিখতে গেলে রিভিউ অনেক বড় হয়ে যাবে। তবে বলা যায় গল্পগুলো প্রায় সবই ছোটগল্পের আদলে লেখা । প্রতিটি গল্পের প্লট, চরিত্র, দৃশ্যায়ন আলাদা। গল্পগুলোর বর্ণনা দেয়া হয়েছে পরিমিত ও দৃশ্যমানভাবে। উপস্থাপনার এমন অভূতপূর্ব মিশেল দেখে মনে হবে যেন চোখের সামনেই ঘটছে সবকিছু। প্রতিটি গল্পের জীবনমুখী উপদেশ ছিল চোখে পড়ার মতো।
    বলা যায় এখানেই লেখিকাদের মুন্সিয়ানা। যারা শুধু গল্পই লিখে না। সেই সাথে গল্পের মাধ্যমে পাঠককে অন্তর থেকে গল্পের বিষয়বস্তু উপলদ্ধি করাতে চেষ্টা করে। অন্তরে জাগ্রত হয় মহান আল্লাহ প্রদত্ত বিধিবিধানের দিকে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা।
    .
    ➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
    বইয়ের কভার ও বাইন্ডিং বেশ ভালো লেগেছে।  ভিতরের পৃষ্ঠাসজ্জা ও পেজ কোয়ালিটিও উন্নত মানের। দক্ষ লেখিকাদের কলমের ছোয়ায় বইটি হয়েছে সহজ, সাবলীল ও প্রাণবন্ত। ভাষাশৈলী ও উপযুক্ত শব্দচয়ন বইটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।  অধিকাংশ গল্প সংক্ষিপ্ত পরিসরের মধ্যেই শেষ করা হয়েছে। যার কারনে গল্পগুলো পড়তে গিয়ে কখনো ক্লান্তি আসে না। সুখপাঠ্য গদ্য ও অভিনব উপস্থাপন কৌশল যেন আকৃষ্ট করে রাখছে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।
    আমি বলবো না, যে সবগুলো গল্প আমার মন ছুঁয়ে গেছে। তবে কিছু কিছু  গল্প খুব শান্তির সঞ্চারক। প্রত্যেকটি গল্পই আলাদা বৈশিষ্ট্য ও ভিন্ন মাত্রার স্বাদে ভরপুর। অধিকাংশ গল্পে লেখিকাগণ শেষ টুইস্টের জন্য অপেক্ষায় রাখেন নি। বরং গল্পটি পড়ে আমরা বাস্তব জীবনে কি শিক্ষা পাবো সে সম্পর্কে আলোচনার দিকে বেশি জোর দিয়েছেন।
    বইটি আপনাকে ইসলামের প্রতি আরো গভীরভাবে আনুগত্য করতে অনুপ্রেরণা যোগাবে। কিছু কিছু বিষয় নতুনভাবে উপলদ্ধি করতে শেখাবে। আপনার ভূল ত্রুটি গুলো ধরিয়ে দিয়ে অন্তরে এনে দেবে অনাবিল প্রশান্তি।
    সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী। তাই বাংলাভাষী সকলের প্রতি  অনুরোধ “গল্প হতে রবের পথে” বইটি একবার হলেও পড়ুন সেই সাথে নিজের প্রিয় মানুষটিকেও পড়তে দিন। বাস্তব জীবনে গল্পের শিক্ষাগুলো প্রয়োগ করুন। দেখবেন দুনিয়ার জীবনে আপনিই হবেন সবচেয়ে সুন্দর ও সুখময় জীবনের অধিকারী, ইনশাআল্লাহ।
    .
    ➤ সমালোচনাঃ-
    একটি বই প্রকাশের পিছনে লেখক, সম্পাদক ও প্রকাশকের অসংখ্য রাত জাগার ইতিহাস থাকে, বইটিকে নির্ভুল করার জন্য। বইটিকে পঠনোপযোগী করতে প্রকাশনী যথাসাধ্য চেষ্টা করেছেন। আল্লাহ তাদের খেদমত কবুল করুক। তারপরও কিছু ভুলভ্রান্তি থেকেই যায়। যা অনিচ্ছাকৃত। যেমন বইয়ের সূচিপত্রে গল্পের নামের সাথে লেখিকাদের নামও উল্লেখ থাকলে বাশ ভালো হতো বলে মনে হয়। এতে নির্দিষ্ট লেখিকাদের গল্পগুলো সহজে খুজে পেতে ও পড়তে সুবিধা হতো। আশা করি পরবর্তী সংস্করণে কতৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন।
    .
    ➤ শেষ কথাঃ-
    শেষ কথা হিসেবে বলতে চাই, আসুন “গল্প হতে রবের পথে” বইটি কিনে এবার নতুন কিছু হোক। বই থেকে গল্পের মাধ্যমে জীবনঘনিষ্ঠ শিক্ষণীয় বিষয়গুলো জেনে নিয়ে আমাদের জীবনও পরিচালিত হোক সৃষ্টিকর্তা আল্লাহর পথে এবং তার মুহাম্মদ (স:) এর আদর্শে । সেই সাথে দোয়া করি আল্লাহ যেন এই বইয়ের মাধ্যমে পাঠকসমাজকে সর্বাধিক উপকৃত হওয়ার তাওফিক দান করেন।
    .
    ➤ এক নজরে বই সম্পর্কেঃ-
    বইয়ের নাম : গল্প হতে রবের পথে
    লেখিকাবৃন্দ : হিজাযী সিস্টার্স কাফেলা
    প্রকাশনা : মাকবাতুল হিজায
    সম্পাদক : মুফতি মিজান বিন মোতাহার
    পৃষ্ঠা সংখ্যা : ২২৪
    কভারপেজ : হার্ডকভার
    প্রচ্ছদ মূল্য : ৩৬০৳ /-

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।