অন্তরের নানান ব্যাধি—যেগুলো মানুষকে মনুষ্যত্বের স্তর থেকে নামিয়ে দেয়, নফসের গোলাম বানিয়ে ছাড়ে। আমাদের পূর্বসূরিদের থেকে শুরু করে সমসাময়িক আলিমদের অনেকেই অন্তরের এসব ব্যাধির স্বরূপ উন্মোচন করে অসংখ্য বইপত্র লিখেছেন। কিন্তু বাংলায় ধনসম্পদ, নেতৃত্ব, ক্ষমতার লোভ এসব বিষয়ে আলাদাভাবে একটি বই খুব একটা দেখা যায় না। আলিমরা ক্ষমতা, পদমর্যাদার লোভকে বলেছেন ‘গুপ্ত বাসনা’— কারণ এই ব্যাধি খুব একটা প্রকাশ পায় না। এমনকি দ্বীনদার, আল্লাহওয়ালা লোক, তার ভেতরেও এই ব্যাধি ঘাপটি মেরে বসে থাকতে পারে হয়তো সে নিজেই জানে না।
.
এই বইটিতে দুটো বইকে একত্রিত করা হয়েছে। রাসূল (ﷺ) বলেছেন, “ক্ষুধার্ত দুই নেকড়ে বাঘকে ছাগল পালে ছেড়ে দিলে যতটা না ক্ষতি সাধন করে, সম্মান ও সম্পদের লালসা দ্বীনের মধ্যে তার চেয়েও বেশি ক্ষতি সাধন করে।” ইবনু রজব হাম্বলি একটি বইতে এই হাদিসের চমৎকার ব্যাখ্যা লিখেছেন। আরেকটি পুস্তিকা শাইখ সালেহ আল মুনাজ্জিদ রচিত ‘নেতৃত্ব, ক্ষমতা, পদমর্যাদার লোভ’। আলোচনার বিষয়বস্তু, উদ্দেশ্য একই হওয়ায় দুটো বই পাচ্ছেন এক মলাটে।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.