ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, কলেজ লাইফ পর্যন্ত একটা মোহের ভিতর ছিলাম। ভবিষ্যতে কী করব, কীভাবে আগাবো, এই বিষয়ে ধোঁয়াশাপূর্ণ ছিলাম। জব সেক্টর সম্বন্ধে কোনো আইডিয়া না থাকা, সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিং না থাকা মূলত এ জন্য দায়ী। অথচ জীবনে সফল হতে এবং সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ক্যারিয়ার প্ল্যানিং অত্যন্ত জরুরী একটি বিষয়। স্টুডেন্ট মাত্রই আমাদের প্রত্যেকের জানা অপরিহার্য।
.
এই ক্ষেত্রে এই বইটি আপনাকে ক্যারিয়ার প্ল্যানিং-এর সর্বাধুনিক কলাকৌশলের সাথে পরিচয় করিয়ে দেবে। ক্যারিয়ার প্ল্যানিং-এ কী কী করণীয়, কী কী বর্জনীয়, কীভাবে প্রতিটি ধাপ আগাবেন, কোথা থেকে শুরু করবেন এবং কীভাবে টার্গেট মিট করবেন, এভাবে খুব সহজেই সঠিক ক্যারিয়ার নির্বাচনে আপনাকে সহায়তা করবে ইন শা আল্লাহ্। এছাড়াও ক্যারিয়ার-জীবনে সাফল্যের ব্যবহারিক সূত্রগুলোও আয়ত্ত করতে পারবেন। সাফল্যের জন্য ক্যারিয়ার বিজ্ঞানভিত্তিক অ্যাকশন প্লান তৈরি করতে পারবেন। বইটি লিখেছেন অভিজ্ঞ ক্যারিয়ার কনসালটেন্ট, সফল সেলস্ম্যান ও ট্রেইনার মোহাম্মাদ রায়হান উদ্দিন খান। কর্মজীবনে ইস্পাহানী, গ্রামীনফোনসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সব পদে কাজ করেছেন।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.