সেলফ কনফিডেন্স (বাংলা)

Original price was: ৳250.00.Current price is: ৳187.50.

আপনি সাশ্রয় করছেন 62.5 টাকা। (25%)

আমরা মুসলিম। মুসলিম হিসেবে আমরা কিছু মৌলিক বিশ্বাস এবং আদর্শ ধারণ করি। আমাদের এই বিশ্বাস মোতাবেকই আমরা আমাদের জীবন পরিচালনা করি। তাই আত্মবিশ্বাস অর্জনের যেসব পদ্ধতি আছে, তার চেয়ে আমাদের অনুসৃত পদ্ধতি ভিন্ন হবে। আমরা তা নিরূপণ ও অনুসরণ করব আমাদের আদর্শের আলোকে।

সেক্যুলার চিন্তাবিদরা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বশীল সত্তা মনে করেন। মানুষের যাবতীয় চাহিদা পূরণ করাটাকেই তারা জীবনের মূল উদ্দেশ্য মনে করেন। অন্যদিকে ইসলামি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা কেবলই আল্লাহর দাস। তাঁর দেওয়া বিধান অনুসরণ করে তাঁর সন্তুষ্টি অর্জন করাটাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য।

জীবন সম্পর্কে আমাদের এই ধারণা আত্মবিশ্বাসের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলে। ‘আমরা নিজেরাই নিজেদের চালানোর জন্য যথেষ্ট’—এ ধরনের ভাবনা আমরা লালন করি না। বরং আমরা আল্লাহর দাস। তাই নিজেদের যোগ্যতার ওপর আমাদের যে বিশ্বাসটুকু আছে, সেটা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর ওপর আমাদের বিশ্বাস থেকে আসে। আমরা এই বিশ্বাসটুকু পাই তিনি আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, তা থেকে এবং তাঁর করা ওয়াদা থেকে।

ইসলামি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আত্মবিশ্বাস থাকাটা আরো বেশি শক্তিশালী ব্যাপার মনে হয়। কারণ, এক্ষেত্রে আমরা শুধু আমাদের নিজস্ব ক্ষমতার ওপর নির্ভর করছি না। আমাদের আত্মবিশ্বাসের শক্তিকে আরো বেশি বলীয়ান করছে আল্লাহর ওয়াদা। তিনি ওয়াদা করেছেন আমরা কল্পনাও করতে পারব না, এমনসব উপায়ে তিনি আমাদের সাহায্য করবেন। তাই আমাদের লক্ষ্য অর্জন করতে গিয়ে এমন অলৌকিক কিছুও ঘটতে পারে, যা অন্য কারো ক্ষেত্রে হয়তো হবে না।

এই বইটি কমিউনিটিতে গিফট দিন

বইটি কিনে কমিউনিটিতে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে!

আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।

রিভিউ এবং রেটিং

Reviews (2)

2 reviews for সেলফ কনফিডেন্স (বাংলা)

  1. Sazzad H Limon (verified owner)

    এ বইটি থেকে বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের হারিয়ে যাওয়া সেল্ক কনফিডেন্স ফিরে আনতে পারব, কুরআন সুন্নাহর আলোকে কিভাবে আমাদের মাঝে সেই প্রথম প্রজন্মের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা জেগে উঠবে সেটি বুঝতে পেরেছি। এই বইটিতে আত্মবিশ্বাসের বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং এই বইয়ে সেলফ কনফিডেন্স এর বিভিন্ন টিপস আছে, এবং ব্যবহারিক দিক রয়েচে যেগুলো আত্মবিশ্বাস বাড়াতে আমাকে অনেক হেল্প করেছে , সত্যিকার অর্থে এই টিপস এবং ব্যবহারিক দিক গুলো গুলো সবথেকে বেশি ভালো লাগছে,। আরেকটা কথা না বললেই নয় এই বইটিতে উল্লেখ আছে খালিদ বিন ওয়ালিদের আত্মবিশ্বাসের ঘটনা যেটি ছিল মুমিনদের আত্মবিশ্বাসের সাক্ষ্য। As a student + Teacher হিসেবে বইটি আমাকে অনেক কাজে দিয়েছে। তাই প্রতিটি শ্রেণীর মানুষকে এই বইটি পড়ার অনুরোধ রইলো। অনেক কিছু জানতে পারবেন। আমি আমার স্টুডেন্টদের বইটি সাজেস্ট করেছি। সামনে কয়েকজন কে এটি এবং টাইম ম্যানেজমেন্ট বইটি হাদিয়া দিব। ইনশাআল্লাহ।
    আল্লাহ তায়ালা কবুল করুক
    ✍️ Sazzad H Limon

  2. MD. Masum billah

    পাপ-পঙ্কিলতার এই দুঃসময়ের সেলফ কনফিডেন্স নিয়ে পর্যালোচনা করার মানুষের সংখ্যা খুবই স্বল্প। আমরা সফল হতে চাই কিন্তু সফলতার পদ্ধতি সম্পর্কে অজ্ঞাত। আমরা সফলতা সম্পর্কে জানি অথচ প্রতিবন্ধক দিকগুলোর ব্যাপারে বেমালুম। সফলতার জন্য আত্মবিশ্বাস খুবই জরুরী। বিজ্ঞ লেখক ওস্তাদ ইসমাইল কামদার রচিত “সেলফ-কনফিডেন্স” নামক বইটি জীবন বদলে যাওয়ার মত একটি বই । বইটি পড়ে হতাশাগ্রস্থ ব্যক্তিরা আলোর দিশা পাবেন । সফলতার পিছনে ছোটার পরও মানুষ সফল হয় না। তবে কেন? কারণ আত্মবিশ্বাসের অভাব। শুধুই কি তাই? মুমিনের আত্মবিশ্বাস সরাসরি আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্কযুক্ত। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স নিয়েই সিয়ান পাবলিকেশন প্রকাশ করেছে “সেলফ কনফিডেন্স” নামক বইটি যার প্রতিটি পাতায় রয়েছে আত্মবিশ্বাসের বাণী যা প্রয়োগের মাধ্যমে সফলতা এসে আপনার দুয়ারে কড়া নাড়বে। ইনশাআল্লাহ।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড বই