দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। তবে এই ক্ষণস্থায়ী জীবনেও সময়ের সাথে সাথে তৈরি হয় নানা রকম গল্প। আনন্দের-বেদনার কিংবা বিব্রতকর গল্প। বিব্রতকর গল্পগুলোকে অনেকেই পছন্দ করেন না। কিছু গল্প এমন থাকে যে-ই গল্পগুলোকে মুখ চেপে, দম আটকে মেরে ফেলতে চায় কিছু মানুষ। কিন্তু আল্লাহর ইচ্ছেতে সময় তাদেরকে বাঁচিয়ে রাখে। একটা সময় সেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নেয়।
পৃথিবীতে তৈরি হওয়া এমন অসংখ্য গল্পের ভিড়ে ‘শাপলা চত্বরে গৌরঙ্গ’কেও আল্লাহ একটি স্থান করে দিয়েছেন। এর সাথে আছে আরও কিছু গল্প। উত্তম, অনুত্তম, নিষিদ্ধ কিংবা অনিষিদ্ধ গল্প।
গৌরঙ্গের শাপলা চত্বরে পাঠকদের স্বাগত।
Reviews
There are no reviews yet.