সুরা ইউসুফ। আল-কুরআনের মনোমুগ্ধকর, শিক্ষণীয় এবং চমকপ্রদ একটি সুরা। এ সুরা থেকে জানা যায়, নবি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পবিত্র এক মানব। বক্ষ্যমাণ গ্রন্থে আমরা সেই নিষ্পাপ যুবকের আলোকময় জীবনচরিত ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। শত শত বছর ধরে সারা পৃথিবী জুড়ে তাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য অগণিত গ্রন্থ। তবে এ বইটি নিঃসন্দেহে অনুপম আর অতুলনীয়। অল্প কথায় প্রাঞ্জল ভাষায় এত বেশি সমৃদ্ধ একটি বই সচরাচর দেখা যায় না সাহিত্যজগতে। লেখক যেভাবে দু-মলাটের মাঝে তার চিন্তা, কথা, জ্ঞান ও মেধাকে সমন্বিত করেছেন এবং পাঠকদের সামনে চমৎকারভাবে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
বইটি কলেবরে ছোট হলেও সুরা ইউসুফের মর্মার্থ অনুধাবন এবং এ থেকে অফুরান শিক্ষা গ্রহণে কারো বিন্দুমাত্র অসুবিধা হবে না। এখানে পাতায় পাতায় দেখা মিলবে জ্ঞানমূলক কথামালার সুবিন্যস্ত আয়োজন। প্রতিটি বাক্যে, প্রতিটি অংশে পরিলক্ষিত হবে নিঁখুত শব্দের মজবুত গাঁথুনি। পাঠক যত বেশি এ গ্রন্থ পাঠ করবে, ততই যেন তার জ্ঞানতৃষ্ণা বেড়ে যাবে।
Najmul Hasan Sajib –
#অনুভূতির_প্রকাশক
সূরা ইউসুফের পরশে হয়ে উঠুন এক পবিত্র মানব…
সুরা ইউসুফ। আল-কুরআনের মনোমুগ্ধকর, শিক্ষণীয় এবং চমকপ্রদ একটি সুরা। এ সুরা থেকে জানা যায়, নবি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পবিত্র এক মানব। বক্ষ্যমাণ গ্রন্থে আমরা সেই নিষ্পাপ যুবকের আলোকময় জীবনচরিত ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে।
.
কমবেশি সবাই সূরা ইউসুফের কাহিনি জানি পাঠ্যবই কিংবা গল্প-উপন্যাসের মাধ্যমে। কিন্তু বিস্তারিত জানতে সূরা ইউসুফ সম্পর্কিত ব্যাখ্যামূলক মানে তাফসীরধর্মী কোনো বই পড়া জরুরি।এই বইটাকে ছোট পরিসরে তাফসীর বলা চলে।
.
আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে,তাই দুটো অনুবাদই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ
.
সূরা ইউসুফ আমাদের জীবনে চলার জন্যে একটা গাইডলাইন বলতে পারেন। মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে বিদ্যমান।বইটা থেকে শেখার আছে অনেক কিছু। উপলব্ধির খোরাক পাবেন অসংখ্য ।
.
সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, ‘আহসানাল কাসাস বা কুরআনের সুন্দরতম কাহিনি শোনাচ্ছি আমি’! কুরআনে অসংখ্য নবিদের নিয়ে বর্ণনা আছে বিভিন্নস্থানে, বিক্ষিপ্তভাবে কিন্তু ব্যতিক্রম শুধু ইউসুফ আলাইহিস সালাম। সূরা ইউসুফে উঠে এসেছে ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবন।
.
.
‘সূরা ইউসুফ’ ইলম ও হিকমত আর জ্ঞান ও প্রজ্ঞার এক মনোমুগ্ধকর বাগান; প্রতিটি আয়াত যেন একেকটি গাছ। শাখায় শাখায় ফুটে আছে রাশি রাশি বাহারি ফুল। কত রূপ, কত শোভা, কত সৌরভ, কত মুগ্ধতা ছড়িয়ে আছে এখানে । আপনাকেও স্বাগত সূরা ইউসুফের এই বাগানে….
.
.
প্রকাশনী ~ সমকালীন প্রকাশন
মূল লেখক ~ শাইখ আলি জাবির আল-ফাইফি
পৃষ্ঠা ~ ১২৫
মূল্য ~ ১৮৬/-