গল্পে গল্পে ৪০ হাদীস” বইটিতে গল্পের মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ এর চল্লিশ হাদীস শেখানো হয়েছে। মহানবী ﷺ এর মুখ নিঃসৃত আসমানী বাণী উঠে এসেছে গল্পে গল্পে। প্রতিটি গল্পের নির্যাসে রয়েছে নবীজি ﷺ এর সুপরিচিত হাদীস। বইটির লেখক দক্ষ হাতে গল্পে গল্পে সাজিয়েছেন নবীজি ﷺ এর চল্লিশটি হাদীস – যা সহজেই বোধগম্য এবং মনে রাখার মতো। শিশু-কিশোরেরা, এমনকি আমাদের বড়রাও অনেক সময় তাত্ত্বিক আলোচনায় আগ্রহ হারিয়ে ফেলি, সেই যায়গা থেকে এই বইটি স্বতন্ত্র। ছোট বড় সবাই গল্পে গল্পে নবীজি ﷺ এর এই চল্লিশটি হাদীস উপভোগ করতে পারবে বলে আমি মনে করি। আর উপভোগ্য জিনিসের প্রতি মানুষের আগ্রহ কয়েকগুণ বেশীই থাকে।
বইটির গল্পগুলো নিছক কোন গল্প নয়। বরং প্রতিটি গল্পই শিক্ষণীয়। আদব, আখলাক, আচার-আচরণ, পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্যসহ নবীজি ﷺ এর হাদীস থেকে জীবন গড়ার পাথেয় রয়েছে প্রতিটি গল্পে। গল্পে গল্পে হাদীসের শিক্ষাগুলো শিশু-কিশোরদের একাধারে একজন ভালো মানুষ, একজন দায়িত্বশীল ব্যক্তি, সেই সাথে একজন দ্বীনদার মানুষ হতে শিক্ষা দেবে।
আমাদের শিশু-কিশোরেরা আমাদের ভবিষ্যৎ। তাদের তরবিয়ত আমাদের হাতেই নিশ্চিত করতে হবে। যাতে করে সে চিনতে পারে তার সৃষ্টিকর্তাকে। তার আদর্শকে। তার জীবন চলার পথকে। এ জন্য তাদেরকে কল্পকাহিনী আর গাল্পগল্প না শুনিয়ে এমন কিছু শোনানো উচিৎ, যাতে তারা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। বড় হয়ে যেন মাতা-পিতাকে সম্মান করতে শিখে। উত্তম আদব, আখলাকে একজন সত্যিকারের মানুষ হয়ে গড়ে ওঠে – এই দুআ ও প্রত্যাশায়।
Shahriar Mohammad Aqib –
শিশুরা স্বভাবতই গল্প শুনতে ভালোবাসে।মা বাবা কিংবা দাদা দাদীর কাছে গল্প শুনে শুনে সে ধীরে ধীরে বড় হয়।গল্পের আকারে হাদীসের অমীয় বাণী ও অতুলনীয় শিক্ষাগুলো যদি শিশুদের হৃদয়ে গেঁথে দেওয়া যায়, তাহলে আশা করা যায় তারা একেকজন আদর্শ ও চরিত্রবান মুসলিম হয়ে উঠবে। প্রফেসর ড. এম ইয়াসার কাঁদেমির রচিত “গল্পে গল্পে ৪০ হাদিস” বইটি এক্ষেত্রে সহায়ক একটি আঁতরের শিশি।এর সৌরভে আমাদের শিশুদের রাঙাতে পারলে তারা তাদের চারপাশ এর সুগন্ধে মুখরিত করে রাখবে।বইটি রঙিন ও আকর্ষণীয় এবং গল্পগুলো আকারে ছোট হওয়ায় ছোট্ট সোনামনিরা পড়ে বেশ আনন্দ লাভ করবে। বইটির মাধ্যমে হাদিসের শিক্ষা ছড়িয়ে যাক প্রতিটি শিশুর হৃদয় আঙিনায়।