নিফাক বা মুনাফিকি [কপটতা] অত্যন্ত ভয়ংকর এক রোগ, ভয়াবহ বিচ্যুতি ও সর্ববিস্তৃত অকল্যাণ। এটি মানুষের অন্তরের জন্য এতটাই ভয়ানক ও ক্ষতিকর যে, মানুষের অন্তরকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে।
একজন মানুষ কখনোই নিজের জন্য মুনাফিকি বা কপটতাকে পছন্দ করে না; করতে পারে না। তবে অনেক সময় নিজের অজান্তেই মুনাফিকিতে আক্রান্ত হয়ে পড়ে। বিশেষ করে নিফাকে আমলী তথা ছোট নিফাকে। অবশ্য আমার কথার অর্থ এই নয় যে, মুনাফিকি বা কপটতা থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। বরং আমি বোঝাতে চাচ্ছি, যারা নিফাককে হালকা করে দেখে বা নিফাক থেকে বেঁচে থাকার যথাযথ চেষ্টা করে না, তারাই মুনাফিকিতে আক্রান্ত হয়ে পড়ে।
নিফাক মানুষের যাবতীয় ভালো গুণ ছিনিয়ে নেয় এবং মানুষকে নেক আমল ও পুণ্যকর্ম থেকে মাহরূম করে দেয়। অতঃপর তাকে ঘৃণার পাত্রে পরিণত করে।
Reviews
There are no reviews yet.