fbpx
গুনাহমুক্ত জীবন
গুনাহমুক্ত জীবন

গুনাহমুক্ত জীবন

লেখক : মুফতী মুহাম্মদ সালমান মনসুরপুরী
প্রকাশনী : মাকতাবাতুল হেরা
বিষয় : অন্ধকার থেকে আলোতে, সুন্নাত ও শিষ্টাচার

305

You Save TK. 215 (41%)

গুনাহমুক্ত জীবন

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

মুফতী মুহাম্মদ সালমান মনসুরপুরী

Reviews (1)

1 review for গুনাহমুক্ত জীবন

  1. Halim Abdullah

    রিভিউ
    .
    বই: গুনাহমুক্ত জীবন
    লেখক: মুফতি সালমান মানসুরপুরী
    .
    সালাফগণ বলেন, নেক আমলের আধিক্য দিয়ে মানুষের মর্যাদা পরিমাপ করা যায় না, বরং গুনাহ থেকে ব্যক্তি যত বেশি বেঁচে থাকে, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি হয়ে থাকে। সুতরাং মুমিন ব্যক্তির দুনিয়া ও আখিরাতের জীবনে সফলতার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার কোনো বিকল্প নেই। আজ আমরা ‘গুনাহমুক্ত জীবন’ নামক মূল্যবান বইটি নিয়ে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ।
    .
    ❖ সংক্ষিপ্ত লেখক পরিচিতি:
    মুফতি সালমান মানসুরপুরী দা.বা. ভারতের একজন প্রখ্যাত আলিম। তিনি মাওলানা হুসাইন আহমাদ মাদানি (রাহ.)-এর নাতি। জামিয়া কাসিমিয়া শাহি মুরাদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস। ‘দৈনন্দিন জীবনে ইসলাম’সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাব তিনি ইতোমধ্যে রচনা করেছেন। বাংলায় তাঁর অনেকগুলো কিতাবের অনুবাদ হয়েছে।
    .
    ❖ বইয়ের বিষয়বস্তু:
    আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, মুসনাদে আহমাদে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এই বই। হাদিসটি অত্যন্ত ব্যাপকার্থক। হাদিসটিতে শরীরের বিভিন্ন অঙ্গের গুনাহের ব্যাপারে সাবধান করা হয়েছে। হাদিসটির ব্যাখ্যায় সকল গুনাহই শামিল হয়ে যায়।
    .
    ❖ বইয়ের সার-সংক্ষেপ:
    দেওবন্দের শীর্ষ কয়েকজন আলিমের অভিমত, দু‘আ ও সুন্দর নাতিদীর্ঘ এক ভূমিকা দিয়ে বইটির সূচনা হয়েছে।
    .
    এরপর শুরু হয়েছে সেই হাদিসের আলোচনা, যার ব্যাখ্যায় রচিত হয়েছে এই বই। সেই হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহকে লজ্জা করো।’ সাহাবিগণ ‘আল্লাহকে লজ্জা করা’ এর মানে বোঝেননি; তাঁদের কথার প্রেক্ষিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথা ও পেটসংশ্লিষ্ট সকল গোনাহ থেকে বাঁচতে হবে এবং মৃত্যু ও হাড্ডি চূর্ণ-বিচূর্ণ হওয়ার কথা স্মরণ করতে হবে। আখিরাতে সফল হতে দুনিয়ার চাকচিক্য পরিহার করতে হবে। তাহলেই আল্লাহকে প্রকৃত লজ্জা করা হবে। (মুসনাদে আহমাদ)
    .
    প্রথম অধ্যায়: মাথার হেফাজত
    এই অধ্যায়ে মাথা (চিন্তা), জবান ও কান দ্বারা সংঘটিত গুনাহগুলোর আলোচনা এসেছে। যেমন: শির্ক, অহংকার, মিথ্যা, গিবত, গান শোনা ইত্যাদি।
    .
    দ্বিতীয় অধ্যায়: পেটের হেফাজত
    এই অধ্যায়ে বিভিন্ন প্রকার হারাম উপার্জন ও পেশার আলোচনা করা হয়েছে।
    .
    তৃতীয় অধ্যায়: অন্তরের হেফাজত
    এতে মনের উল্লেখযোগ্য গুনাহগুলো এবং আমলগুলো উল্লেখের সাথে সাথে আত্মশুদ্ধির উপর গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে।
    .
    চতুর্থ অধ্যায়: মৃত্যুর স্মরণ
    এই অধ্যায়ে মৃত্যুর স্মরণের উপকারিতা, মৃত্যুকে ভুলে থাকার ক্ষতি, মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মুহূর্ত, ভালো ও খারাপ মৃত্যুর অনেক ঘটনা, দাফন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
    .
    পঞ্চম অধ্যায়: কবরের বিবরণ
    এতে সুওয়াল-জওয়াব, নেককার ও বদকারদের কবরের জীবনের বর্ণনা এসেছে বিস্তারিতভাবে।
    .
    ষষ্ঠ অধ্যায়: কেয়ামত
    এই অধ্যায়ে এসেছে কেয়ামতের আলামতসমূহ, হাশরের মাঠের বিবরণ, হাউজে কাউসার, শাফা‘আত, হিসাব-নিকাশ, মিজান ইত্যাদির আলোচনা।
    .
    সপ্তম অধ্যায়: শেষ ঠিকানার পথে
    এই অধ্যায়ে হাশরের বিচার শেষে জান্নাত ও জান্নাতী, জাহান্নাম ও জাহান্নামীদের আলোচনা করা হয়েছে।
    .
    ‘শেষ কথা’ শিরোনামে দুনিয়ার হাকিকত, দুনিয়ার প্রতি নিরাসক্তির উপর উৎসাহ দেওয়া হয়েছে এবং দুনিয়ার লালসার ক্ষতি নিয়ে আলোকপাত করা হয়েছে।
    .
    ❖ বইটির গুরুত্ব:
    ১) গুনাহের সাগরে হাবুডুবু খাওয়া যে কারো জন্য এই বইটি অনন্য সহায়িকা হবে ইনশাআল্লাহ। তালাবদ্ধ অন্তরে সজোরে আঘাত করার মত একটি বড় প্রয়াস এই বই। এটি পড়ার মাধ্যমে প্রায় সমস্ত কবিরা গুনাহ সম্পর্কে দলিলসহ জানা যাবে, ইনশাআল্লাহ।
    ২) বইটি খুবই গোছালো এবং বিভিন্ন অনুচ্ছেদে সাজানো, ফলে তা থেকে সহজেই উপকৃত হওয়া যায়।
    ৩) প্রচুর পরিমাণ হাদিস সন্নিবেশিত হয়েছে এবং প্রায় সকল হাদিসের তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। তাছাড়া হাদিসগুলোর আরবি নস (টেক্সট) উল্লেখ করা হয়েছে।
    ৪) গুনাহ থেকে বাঁচার জন্য আসলাফ এবং আকাবিরের প্রাণান্তকর প্রচেষ্টা ও দিক-নির্দেশনার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, ফলে এটি পাঠ করলে গুনাহমুক্ত জীবনযাপনে মানসিক শক্তি অর্জিত হবে, ইনশাআল্লাহ।
    ৫) লেখকের আলেমসুলভ তাহকিকি পর্যালোচনা, ক্ষেত্রবিশেষ গুরুত্বপূর্ণ মাসায়েল বর্ণনা এবং আত্মশুদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশনার ফলে বইটি উচ্চ মাকাম অর্জন করেছে।
    ৬) এই একটি বই দিয়েই কিয়ামতের আলামতসমূহ, মৃত্যু, হাশর, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে মোটাদাগে ভালো ধারণা পাওয়া যাবে।
    .
    ❖ অনুভূতি ও মূল্যায়ন:
    ২০১৬ সালে যখন আমি বইটি পড়ছিলাম, তখন গুনাহমুক্ত জীবনযাপনের প্রচেষ্টায় ভালভাবেই লেগে গিয়েছিলাম। বইটির অনেকগুলো অধ্যায় আত্মাকে কাঁপিয়ে দিয়েছে এবং শরীরকে শিহরিত করেছে। নিজ উদ্যোগে একাধিক ব্যক্তিকে এটি পড়িয়েছি। গোনাহের সহজলভ্যতার এই জামানায় এমন একটি তথ্যবহুল মূল্যবান গ্রন্থ আমাদের কাছে থাকা উচিত।
    .
    বইটির অনুবাদ ভালো হয়েছে। তবে, ভাষাগত কিছু ভুল-ভ্রান্তি আছে। সেগুলোর দিকে প্রকাশনীর নজর দেওয়া উচিত আর পাঠকের বেশি নজর না দেওয়াই ভালো। বরং কনটেন্টের উপর মূল ফোকাস রাখলে বইটি থেকে অনেক বেশি উপকৃত হওয়া যাবে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।