মানুষ আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি―সমস্ত সৃষ্টির সেরা। মানুষের আকার-আকৃতি বা দেহাবয়ব তাকে পরিচিত করে তুললেও তার আত্মাই মূল। আল্লাহর নির্দেশের যেমন সমাপ্তি বা নিঃশেষ নেই, তেমনি আত্মারও। এজন্য মানুষ মরে গেলেও তার আত্মা মরে না। স্বভাবতই মৃত্যুর পর এ আত্মা কোথায় যায় এবং তা কি পরিণতি বয়ে নিয়ে আসে, এটা জানার আগ্রহ সবার। মুসলিমদের জন্য বিষয়টি অনেক সহজ। আমরা আল্লাহর নিকট থেকে এসেছি, আমরা আবার তার নিকট ফিরে যাব। কিন্তু এই ফিরে যাওয়ার প্রক্রিয়া নিয়ে অনেকের ধারণা স্বচ্ছ নয়। কবরের জীবন কেমন হবে, কবে হাশর হবে, বিচার-প্রক্রিয়াই বা কেমন হবে, এ নিয়ে অনেকে জানতে চান। এসব বিষয়বস্তু নিয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে বক্ষ্যমাণ গ্রন্থটি―পরকাল : কবর ও হাশর―রচনা করা হয়েছে। আর এই কাজটি করেছেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া, সিলেট-এর উস্তাদ এবং স্বনামধন্য প্রবীণ আলেম মুফতী আব্দুস সালাম সুনামগঞ্জী দামাত বারাকাতুহুম। তিনি এ গ্রন্থে পরপারের কিছু সুবিন্যস্ত দৃশ্যপট বর্ণনা করেছেন যা পাঠককে দ্বীনী কর্মকাণ্ডে আরও বেশি সচেতন করে তুলবে, ইনশাআল্লাহ।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.