‘সুখনগর’ যেখানে সুখ পিয়াসীদের জন্য রয়েছে অনিন্দ্য এক সুখ নগরের সন্ধান। পৃথিবীতে মানুষ অল্প সময়ের জন্য বাঁচে। এই সময়টাতে মানুষ সুখ খোঁজে। কেউ বুঝে খোঁজে, কেউ না বুঝে। কিন্তু সুখ তুমি কোথায়? টাকাতে? গাড়িতে? না বাড়িতে? ফুটপাতে রাতভর মশার কামড় খেয়ে যে ছেলেটি সুখনিদ্রায় বিভোর, তাকে কি অসুখী বলা যায়? কোটি টাকার কক্ষেও তো অনেকে ছটফট করে একই সময়ে-একই বয়সে। একবার কারো মুখে শুনলাম-গরীব হয়ে জন্মানোটা অভিশাপ। এরপর একটু ভাবলাম। গরীবদের শহরে তো ঘুরে বেড়িয়েছি অনেকটা সময়। তাই এই ‘অভিশাপ’ শব্দটা ঠিক হজম হলো না। সুখনগর সেই বদহজমের ফল। সুখনগরে প্রবেশ করলে এমন কিছু বাস্তবতার দেখা মিলবে, যা আমরা এই রঙিন পৃথিবীর মিথ্যে পোশাকে জড়িয়ে আড়াল করে রেখেছি। চারিদিকে উন্নয়নের গল্প, প্রযুক্তির আড্ডা আর কংক্রিটের গন্ধ। সুখনগরে স্থান পেয়েছে কেবল সুখের গল্প, সুখের আড্ডা-সুখের গন্ধ।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.