ভারতের তৎকালীন হিন্দু রাজা-মহারাজারা রাম-রাজত্বকে ভারত থেকে আরব পর্যন্ত বিস্তৃত করার স্বপ্ন দেখতেন। তারা দাবি করতেন, কাবা ভগবানের তৈরী প্রথম দেবালয়। ম্লেচ্ছরা কাবা ঘরের ৩৬০ দেব-দেবীকে উৎখাত করে দেবালয় জবরদখল করেছে। সুলতান মাহমুদ গযনবী তাদের রাম রাজত্ব বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। রামরাজত্বে ভারতীয় মুসলমানরা ছিলেন নির্যাতিত। হিন্দুরা মুসলমানদের নির্যাতন করে ধর্ম ত্যাগে বাধ্য করতো। এই অন্যায় অনাচার রুখে দেয়াও পার্শ্ববর্তী গজনী সালতানাতের আবশ্যিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছিলো। ‘ভারত অভিযান’ বিশুদ্ধ ইতিহাসের আলোকে রচিত সেই উপাখ্যান।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.