নবতার মুক্তিদূত জনাব মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননাকারী আল্লাহ, নবি, রাসুল, ফেরশতা, জিন, ইনসান ও গোটা সৃষ্টিজগতের কাছে নিকৃষ্ট। এর অস্তিত্ব আল্লাহর জমিন সহ্য করতে পারে না। এ-কে বহন করতে পৃথিবী নিজেকে অপরাধী মনে করে!
আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রিয় রসুলের ইজ্জতের ওপর হামলাকারীকে সহ্য করতে পারেন না। তাঁর শেষ দেখে ছাড়েন! এজন্য তিনি পবিত্র কুরআনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে ঘোষণা দিয়েছেন, ‘আপনার উপহাসকারীদের জন্য আমিই যথেষ্ট।’
ঠিক তা-ই। আল্লাহ কাউকে ধ্বংস করেছেন কঠিন রোগ দিয়ে। কাউকে কোনো হিংস্র প্রাণির মাধ্যমে। কাউকে বীভৎস কোনো উপায়ে। কাউকে অস্বাভাবিক কোনো পন্থায়। আর বেশিরভাগকে রক্ত ঝরিয়ে। তাঁর কোনো না কোনো প্রিয় বান্দার তলোয়ার/ছুরির আঘাতে।
ইতিহাসের পাতার ভাঁজে ভাঁজে এসব ভয়ংকর কাহিনি ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রয়োজন শুধু এগুলোকে একই মালায় গেঁথে নেওয়া।
ইতিহাসের ভাঁজ, খাজ ও গলিঘুঁজি থেকে খুঁজে খুঁজে শাতিমে রাসুলদের প্রায় ৩৫ টি ভয়ংকর কাহিনিকে গেঁথেছি একই সূত্রে।
Reviews
There are no reviews yet.