বইটির অনন্য বৈশিষ্ট্য:
• বইটির শুরুতেই হাদীস সংকলন ও সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।
• গ্রন্থটির তাহক্বীক বুঝতে হাদীসের পরিভাষা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।
• বিভিন্ন বিষয়ের হাদীসগুলো ছড়িয়ে থাকলে সূচিপত্রে তা বিষয়ভিত্তিক আকারে উল্লেখ করা হয়েছে। সাথে হাদীসটির মানও উল্লেখ করা হয়েছে।
• হাদীসটি কোন গ্রন্থে রয়েছে তা উল্লেখ করা হয়েছে।
• হাদীসটির বিভিন্ন রাবী সম্পর্কে মুহাদ্দিসদের উক্তি উল্লেখ সাপেক্ষে শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহক্বীক উল্লেখ করা হয়েছে।
• কোন হাদীসের অংশবিশেষ সহীহ হলে তাও উল্লেখ করা হয়েছে। সেটি সিলসিলাহ সহীহাহতে থাকলে তার নম্বর উল্লেখ করা হয়েছে।
• কোন হাদীসের তাহক্বীক আলবানী (রহ) পরবর্তীতে পরিবর্তন করলে তাও উল্লেখ করা হয়েছে।
Reviews
There are no reviews yet.