সময়ের পথপরিক্রমায় একদিন বেজে উঠবে মহাপ্রলয়ের শিঙ্গাধ্বনি। থেমে যাবে জীবনের এই অবিশ্রান্ত কোলাহল। চোখের পলকেই লণ্ডভণ্ড হয়ে যাবে মায়াভরা এই জগৎ। কবর ফেটে মানুষগুলো সব জীবন্ত বেরিয়ে আসবে। সবাই আশ্চর্য হয়ে বলবে: আরে! আমাদেরকে শয্যা থেকে কে উঠিয়েছে? দয়াময় আল্লাহ তো আমাদের এই দিনের কথাই বলেছিলেন! আর রাসুলগণও তাহলে সত্য বলেছিলেন! তারপর? তারপর ফেরেশতাদের আহ্বানে সবাই সমবেত হবে হাশরের ময়দানে। পায়ে পায়ে এগিয়ে আসবে জীবনপরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার সেই মুহূর্ত! এক দুঃসহ উৎকণ্ঠায় মানুষের মুখে কেবল শোনা যাবে: ইয়া নাফসি! ইয়া নাফসি!…
প্রিয় পাঠক! এভাবে কিয়ামত থেকে শুরু করে হাশর, মিজান হয়ে পুলসিরাতের ওপর দিয়ে একেবারে জান্নাত বা জাহান্নামে প্রবেশ পর্যন্ত আখিরাতের দৃশ্যগুলো কুরআন-হাদিসের বিশুদ্ধ দলিলের আলোকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রন্থে।
আখিরাতের এই অনন্ত সফর সম্পর্কে জানতে চলুন ভেতরে, শাইখ উমর আশকারের প্রাণবন্ত দরসে…
Arafat Shaheen –
বই: মৃত্যু থেকে মহাপ্রলয়
মৃত্যু এমনই এক চিরন্তন সত্য যে তাকে কিছুতেই পাশ কাটিয়ে যেতে পারি না। একজন চরমতম নাস্তিক, যে অদৃশ্য জগত সম্পর্কে বিন্দুমাত্র বিশ্বাস তো রাখেই না পারলে নানাভাবে উপহাস করে, সেও মৃত্যুকে বিশ্বাস না করে পারে না। একজন মুসলিম হিসেবে আমরা যেমন মৃত্যুতে বিশ্বাস করি তেমনি আমরা এই বিশ্বাসও রাখি যে, মৃত্যুর পরে রয়েছে এক অনন্ত জীবন। আমাদের সে জীবনকে চাই বা না চাই অবশ্যই যাপন করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এবং তাঁর পাঠানো পয়গম্বর মুহাম্মদ সা. আমাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে নানাভাবে সচেতন করেছেন। সে সমস্ত বিষয়ের নির্যাসই হলো ড. উমর সুলাইমান আল-আশকার এর দুটি বিখ্যাত গ্রন্থ ‘মৃত্যু থেকে মহাপ্রলয়’ এবং ‘মহাপ্রলয় থেকে অনন্ত জীবন’। রুহামা পাবলিকেশন বইদুটির বাংলা অনুবাদ বাংলাভাষী পাঠকদের সামনে হাজির করেছে। এজন্য প্রথমেই তাদের একটা ধন্যবাদ দিয়ে আমি মূল লেখায় প্রবেশ করতে চাই।
লেখক সম্পর্কে:
ড. উমর সুলাইমান আল-আশকার লেখক হিসেবে আমার কাছে একেবারেই নতুন। আমি তাঁর কোনো লেখা পড়া দূরে থাক, নামটাই পর্যন্ত শুনিনি। তবে এই না জানাকে আমার নিজের অজ্ঞতা বলে মেনে নিতে বিন্দুমাত্র আপত্তি নেই।
ড. উমর সুলাইমান আল-আশকার জন্মেছেন অসংখ্য সভ্যতা এবং নবী-রাসুলের পদচারণায় মুখর জনপদ ফিলিস্তিনের নাবলুস জেলার বুরকা গ্রামে ১৯৪০ সালে। একেবারে ছোটকাল থেকেই জ্ঞানের প্রতি যে তাঁর একটা সহজাত আকর্ষণ ছিল সেটা আমরা বুঝতে পারি মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি ছেড়ে পূণ্যভূমি মদীনায় গমন করার ফলে। বিশ্বের নামীদামী বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তিনি পড়াশোনার সুযোগ পেয়েছেন। তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- জামিয়াতুল ইমাম, রিয়াদ, তিনি ডক্টরেট সম্পন্ন করেছে সুবিখ্যাত প্রতিষ্ঠান মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে। মাঝখানে কয়েকবছর কুয়েতেও পড়াশোনা করেছেন।
তাঁর প্রথম শিক্ষক ছিলেন আপন বড়ভাই শাইখ ড. মুহাম্মদ সুলাইমান আল-আশকার। তিনি তাঁর যুগের দু’জন শ্রেষ্ঠ আলেম যথা- শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহ. এবং শাইখ নাসিরুদ্দিন আলবানি রহ. এর সোহবতে থেকে জ্ঞানচর্চার সুযোগ পেয়েছেন। সুতরাং তিনি যে একজন সুশিক্ষিত পণ্ডিত মানুষ ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। ১৯৬৫ সাল থেকে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা এই মানুষটি জর্ডান বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদের অধ্যাপক ছিলেন। লেখালেখির জগতেও তাঁর অবদান কম নয়। কয়েকটি উল্লেখ্য বইয়ের নাম আমি তুলে ধরছি-
১. আসাসুল ইতিকাদ
২. আস-সিয়ামু ফি দুয়িল কিতাবি ওয়াস সুন্নাহ
৩. মাকাসিদুল মুকাল্লাফিন ফিমা ইউতাআব্বাদু বিহি লি-রব্বিল আলামিন
৪. সিলসিলাতু আকিদাতি ফি দুয়িল কিতাবি ওয়াস সুন্নাহ
এছাড়া আরও বেশকিছু গ্রন্থের রচয়িতা তিনি। আমাদের আলোচ্য গ্রন্থদ্বয় তাঁর ‘আকিদা’ সিরিজের অন্তর্ভুক্ত।
২০১২ সালের দশ আগস্ট তিনি মহান আল্লাহর দরবারে পাড়ি জমান।
বই সম্পর্কে:
‘পৃথিবীপৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
(সুরা আর রহমান)
পবিত্র কুরআনের এই আয়াত থেকে আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারি, সৃষ্টবস্তুকে অবশ্যই ধ্বংসের সম্মুখীন হতে হবে। আর এই ধ্বংস হয়ে যাওয়াকে আমরা কিয়ামত বা মহাপ্রলয় বলে অভিহিত করে থাকি। একজন মুমিন হিসেবে আমাদের অবশ্যই কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখতে হয়। মৃত্যু পরবর্তী জীবন এবং কিয়ামত যেহেতু অদৃশ্য ও ভবিষ্যতের বিষয় তাই এই বিষয়ে আমাদের আগ্রহ থাকা স্বাভাবিক। লেখক আমাদের সেই আগ্রহের কথা বিবেচনা করেই কুরআন এবং হাদীসের সমন্বয়ে চমৎকার এই গ্রন্থটি লিখেছেন।
বইটির মোট দুটি অধ্যায়।
১. ছোট কিয়ামত
ক. পরিচিতি ও স্বরূপ বর্ণনা
খ. অন্তিম মুহূর্ত
গ. রুহের আকাশ সফর
ঘ. কবর
ঙ. রুহ ও নফস
২. কিয়ামতের আলামত
ক. কিয়ামত সংঘটিত হওয়ার সময়
খ. কিয়ামতের যেসব ছোট আলামত ঘটে গেছে
গ. কিয়ামতের যেসব ছোট আলামত ঘটেছে এবং এখনো চলমান আছে অথবা একবার ঘটেছে এবং পুনরায় ঘটার সম্ভাবনা আছে
ঘ. কিয়ামতের যেসব ছোট আলামত এখনো প্রকাশিত হয়নি
ঙ. কিয়ামতের বড় আলামতসমূহ
মৃত্যু এবং কিয়ামত বিষয়ে দুটি অধ্যায়ে মোট দশটি পরিচ্ছেদ রয়েছে। এই পরিচ্ছেদগুলোর সবগুলোতেই সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে রেফারেন্সসহ দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। বর্ণনার ভাষা সাবলীল হওয়ার কারণে আমাদের বুঝতে একদমই অসুবিধা হয় না।