fbpx
ইমাম আবু হানিফা রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)
ইমাম আবু হানিফা রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

ইমাম আবু হানিফা রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Author : আবুল হাসানাত কাসিম
Publisher : সমকালীন প্রকাশন
Category : মুসলিম মনীষী : জীবন ও কর্ম


ইমাম সিরিজ-০১

178

You Save TK. 76 (30%)

ইমাম আবু হানিফা রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আবুল হাসানাত কাসিম

ইমাম আবু হানিফা রহ.

Reviews (3)

3 reviews for ইমাম আবু হানিফা রহ. : জীবন ও কর্ম (পেপারব্যাক)

  1. Amit Hasan

    □ বই রিভিউ- ইমাম আবু হানিফা রহ.

    □ শুরুর কথা-

    যুগে যুগে এমন অনেক গুণীজনের আগমন ঘটে যাদের জীবনাদর্শ আমাদের জন্য আদর্শ স্বরূপ। তাই তাঁদের সঠিক জীবনচরিত জানা এবং সেটি আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিষ্ঠিত করা একান্ত প্রয়োজন। তেমনই এক গুণীজন দোয়াত কালির ধারক হিসেবে অভিহিত মহান ইমাম আবু হানিফা। সমকালীন প্রকাশন প্রকাশিত ইমাম সিরিজের আলোচ্য এই বইটি মহান ইমাম সম্পর্কে জানার চাহিদা অনেকাংশেই পূরণ করেছে।

    □ বইটিতে যা আছে-

    বইটির শুরতে মহান ইমামের জন্মকালীন পরিবেশ এবং সেই পরিবেশে তাঁর গড়ে ওঠা ও শিক্ষা নিয়ে আলোকপাত করা হয়েছে । এরপর মহান ইমামের জীবনের মোড় পরিবর্তনকারী বিষয়টি কিভাবে তিনি একজন ব্যবসায়ী থেকে ফিকহশাস্রে ও হাদিসশাস্রে শিক্ষা ও দক্ষতা অর্জন করেন তা আলোচনা করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা অর্জনে মহান ইমাম ও তাঁর শিক্ষকদের মধ্যকার সম্পর্ক এবং তিনি নিজে শিক্ষক হিসেবে তাঁর ছাত্রদের সাথে তাঁর ন্যায়নিষ্ঠ সম্পর্ক তুলে ধরা হয়েছে। বইটিতে মহান ইমামের পাঠ দানের যুগান্তকারী ১৮ টি মূলনীতি আলোচনা করা হয়েছে। মহান ইমাম তাবিয়ি ছিলেন কিনা এবং হাদিসশাস্ত্রে তাঁর ভূমিকা সহ কিছু সংশয়ের মূলোৎপাটন করা হয়েছে বইটিতে। এছাড়াও বইটিতে মহান ইমামের চারিত্রিক বৈশিষ্ট্য, বিভিন্ন গুণাবলী, তাঁর রচিত বিভিন্ন গ্রন্থাবলি, তাঁর প্রতি আল্লাহর বিশেষ কৃপা, ফিকহশাস্ত্রে তাঁর অনবদ্য ভূমিকা, তাঁর সম্পর্কে বিভিন্ন গবেষকদের মতামত আলোকপাত করা হয়েছে। পরিশেষে মহান ইমামের কষ্টার্জিত জীবনের শেষ বিদায়ের মাধ্যমে বইটির ইতি টানা হয়েছে।

    □ বইটির মূল্যায়ন ও শিক্ষা-

    ১. বইটি পড়লে একজন পাঠক/পাঠিকা মহান ইমামের সার্বিক জীবনাচরণ সম্পর্কে জানতে পারবে।

    ২. আমাদের একে অপরের ভালোবাসা হওয়া উচিত ইলম ও আখলাকের জন্য।

    ৩. কঠোর পরিবেশেও আমাদের ন্যায়ের উপর দৃঢ় ও আপসহীন থাকতে হবে।

    ৪. কিছু মানুষ আমাদের জীবনে নিয়ামত হয়ে আসে। যাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।

    ৫. ছাত্র ও শিক্ষকের কিরূপ সম্পর্ক হওয়া উচিত তা আমরা বইটি পাঠে জানতে পারি।

    ৬. ইলমের প্রতি সম্মান ও আলিমদের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা প্রসারিত করতে পারি।

    ৭. ইলম অর্জনের প্রতি বেশি অগ্রসর হতে পারি।

    ৮. পরিশেষে, ইমাম আবু হানিফা সবর্দা বলতেন,

    “আমাদের বেলায় যাদের হৃদয় অপ্রসন্ন, তাদের বেলায় আমাদের হৃদয় সুপ্রসন্ন”
    [পৃষ্ঠা-৫১]

    এই কথার দ্বারা তাঁর মাঝে যে মানবীয় উদারতা লক্ষ্য করা যায়, সেই শিক্ষার বীজ আমরা আমাদের সুপ্ত অন্তরে রোপিত করে আমাদের ইহকালীন ও পরকালীন উভয় জীবনকে রঙিন করতে পারি।

    □ শেষ কথা-

    জানার শেষ নেই। আলোচ্য বইটি মহান ইমাম সম্পর্কে জানার আগ্রহকে আরও বাড়িয়ে দেবে। যা আমাদের জীবনের অন্যতম পাথেয় হতে পারে।

    □ একনজরে বই:

    ▪ইমাম সিরিজ- ১
    ▪বই- ইমাম আবু হানিফা রহ.
    ▪সংকলন- আবুল হাসনাত কাসিম
    ▪সম্পাদনা- আকরাম হোসাইন
    ▪মুদ্রিত মূল্য- ২৫৫ টাকা
    ▪পৃষ্ঠা- ১৬৮
    ▪বইয়ের ধরন- জীবন ও কর্ম
    ▪বাইন্ডিং- পেপারব্যাক
    ▪প্রকাশন- সমকালীন প্রকাশন

  2. Din Muhammad Sheikh

    “তিনি ইলম, তাকওয়া, দুনিয়াবিমুখতা ও আখিরাতমুখিতায় অনন্য উচ্চতায় আরোহন করেছিলেন।”

    ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আরেক মহান মনীষী ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সম্পর্কে উপরোক্ত মন্তব্যটি করেন।

    ইমামদের ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছিলেন ইলমে-আমলে ঈর্ষণীয় এক ব্যক্তি। ইলমে নববীর মহাসমুদ্রে সেচে তিনি এনেছেন মুক্তো। অতঃপর সে মুক্তো দিয়ে সাজিয়েছেন মালা। তিনিই তো ইমামে আযম।

    এ মহামনীষী সম্পর্কে জানতে আমাদের সবার হৃদয়টাই ব্যকুল। আর ব্যকুলতাকে প্রশমিত করতে সহায়ক হবে সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত ইমাম সিরিজের ১ম বইটি। চলুন তাহলে দেখে নিই বইটির আদ্যোপান্ত।

    ▪️ একনজরে বইটি :

    • বই : ইমাম আবু হানিফা (রহি:) : জীবন ও কর্ম
    • সংকলক : আবুল হাসানাত কাসিম
    • প্রকাশনী : সমকালীন প্রকাশন
    • প্রকাশকাল : জুলাই, ২০২০
    • পৃষ্ঠাসংখ্যা : ১৬৩
    • প্রচ্ছদমূল্য : ২৫৫ /-
    • কভার : ফ্ল্যাপসহ পেপারব্যাক
    • ধরণ : জীবনী

    ▪️ বইয়ের বিষয়বস্তু :

    ইমাম সিরিজের ১ম বই এটি৷ এ সিরিজে আছে মোট ৬টি বই। প্রতিটি বইয়ের নামই বইয়ের বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করে। এ বইটিও তার ব্যতিক্রম নয়। হ্যাঁ, বইয়ের নামানুযায়ী বইটিতে আলোচিত হবে ইমামে আযম আবু হানিফা রহিমাহুল্লাহ এর জন্ম-মৃত্য, অবদান ও মূল্যায়ন।

    ▪️ যেভাবে সাজানো হয়েছে বইটি :

    বেশ কিছু আকর্ষণীয় শিরোনামে সাজানো হয়েছে মূল্যবান এ বইটি। ‘সমকালীন পরিস্থিতি’ শিরোনামের মধ্য দিয়ে বইটির শুরু। এখানে উঠে এসেছে ইমাম আবু হানিফা (রহি:) এর জন্মের সময়কার পৃথিবীর চিত্র। তৎকালীন খিলাফাত এবং তার মাসনাদে অধিষ্ঠিত খলিফাদের আচার ও বৈশিষ্ট্য খুব সংক্ষেপে চিত্রিত হয়েছে এখানে।

    এরপর আলোচিত হয়েছে ইমাম আবু হানিফা (রহি:) এর বেড়ে ওঠা। তাঁর নামপরিচয়, জন্মসাল ও স্থান এবং বংশপরিচয় স্থান পেয়েছে আলোচনার এ অংশে। তাছাড়া তাঁর প্রাথমিক জীবন সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এখানে।

    কিশোর বয়সেই ইমাম আবু হানিফা নিজ পিতার সাথে ব্যবসায় যোগ দিয়েছেন। এরপর কীভাবে ব্যবসা থেকে উচ্চশিক্ষায় তিনি পদার্পণ করলেন, আকিদা ও ধর্মীয় জ্ঞানে কীভাবে তিনি বিজ্ঞতা অর্জন করলেন, ফিকহ ও হাদীসশাস্ত্রে পাণ্ডিত্য অর্জনের নিমিত্তে কোথায় এবং কোন কোন উস্তাদের নিকট গমন করেছেন, এসব বিষয়গুলো সংক্ষিপ্ত এবং সুন্দরভাবে আলোচিত হয়েছ বইটিতে।

    কেউ কেউ ইমাম আবু হানিফার তাবেয়ী হওয়ার ব্যাপারে সংশয় সৃষ্টি করে। ‘সংশয় নিরসন’ শিরোনামে এ ব্যাপারে বইটিতে দালিলিকভাবে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপিত হয়েছে। বিভিন্ন ইমামদের ভাষ্য উল্লেখের মাধ্যমে এখানে ইমাম আবু হানিফার তাবেয়ী হওয়ার ব্যাপারটা স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে।

    বইটিতে আরো আলোচিত হয়েছে ইমাম আবু হানিফা (রহি:) এর শিক্ষাদানের মূলনীতি এবং গবেষণাপদ্ধতি। এছাড়াও তাঁর নিজ হাতে গড়া ছাত্রদের নামোল্লেখও করা হয়েছে।

    এরপর ইমাম আবু হানিফার কয়েকটি বিশ্বনন্দিত কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এসেছে। আরো উঠে এসেছে তাঁর দৈহিক কাঠামো এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনার। তাছাড়াও বইটি থেকে আমরা জানতে পারবো তাঁর কিছু বিশেষ গুণ, তাঁর মেধার প্রখরতা সম্পর্কে। তাঁর তাকওয়া-যুহুদের বর্ণনাও পাওয়া যাবে বইটিতে।

    অনেকেই ইমামের ব্যাপারে একটা অপবাদ দিয়ে থাকেন যে, তিনি হাদিসশাস্ত্রে দূর্বল ছিলেন এবং অনেক যঈফ হাদিস থেকে মাসয়ালা ইস্তিম্বাত করেছেন। বইটিতে “হাদিসশাস্ত্রে ইমাম আবু হানিফা” শিরোনামে এ অপবাদকে দালিলিক এবং যৌক্তিকভাবে খণ্ডন করা হয়েছে।

    ফিকহশাস্ত্রে ইমাম আবু হানিফার অনন্যতা, তাঁর ব্যাপারে সালাফদের মূল্যায়ন, দ্বীনের পথে চলতে গিয়ে তাঁর বিভিন্ন পরীক্ষা, তাঁর মৃত্যু — এসব বিষয়েও আলোচনা রয়েছে। বইটি শেষ হয়েছে ইমাম আবু হানিফার অমূল্য কিছু বাণীর সংকলনের মাধ্যমে।

    ▪️ ভালোলাগা-মন্দলাগা :

    ভালোলাগার অনেক কিছুই আছে বইটিতে। সংক্ষেপে বলতে গেলে :

    • মনোরম প্রচ্ছদ।
    • পোক্ত বাইন্ডিং।
    • মানসম্মত কাগজ।
    • জরুরি বিষয়বস্তু। (কেননা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে নিয়ে সমাজে অনেকেই অপবাদ-অভিযোগ রটায়।)
    • ইমাম রহিমাহুল্লাহর ওপর আরোপিত অভিযোগগুলোর দালিলিক খণ্ডন।
    • পুরো বইয়েই দলিলের পর্যাপ্ততা।
    • সংক্ষেপে পুরো জীবনী নিয়েই আলোচনা।
    • অনেকগুলো রেফারেন্স বইয়ের সন্ধান দেয়া।

    মন্দলাগার মতো বেশি কিছু পাইনি। একটু বলা যেতে পারে — বইটির শেষাংশে ‘পরিশিষ্ট’ শিরোনামে যুক্ত হয়েছে সংকলকের অভিমত। বইয়ের শুরুতেই সংকলকের অভিমত সংযুক্ত হওয়া অধিক মানানসই। শুরুতে ঠিকই প্রকাশক ও সম্পাদকের কথা যুক্ত হয়েছে, কিন্তু সংকলকের কথা এসেছে শেষে। তাও ‘অভিমত’ শেষে সংকলকের নাম উল্লেখ নেই।

    ▪️ কেন পড়বেন বইটি :

    বইটি আমাদের পড়া উচিত। স্বাভাবিকভাবেই সালাফদের জীবনী জানা এবং তা থেকে শিক্ষার্জন করা আমাদের জন্য জরুরি। তাছাড়া বর্তমান জামানায় এক শ্রেণির ভাইয়েরা ইমাম আবু হানিফার ইলম নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষভাবে তাঁর হাদিসের ইলম নিয়ে। এ বইটি সেসব ভাইদের হাদিয়া দেওয়া যেতে পারে। আমরা যারা হানাফি আছি, আমাদেরও বইটি পড়া উচিত। তাতে ইমাম রহিমাহুল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বাড়বে।

    পরিশেষে, আল্লাহ রব্বুল আলামীন বইটিকে কবুল করে নিন। আমীন।

  3. কামরুননাহার মীম

    ছোট্টবেলায় আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম অনেকবার শুনেছিলাম।বাংলাদেশে হানাফী মাযহাবের অনুসরণকারী বেশি দেখেই হয়ত ওনার নাম আমার শোনা হয়েছে বারংবার। অথচ তাকে নিয়ে জানা ছিল আমার শূন্যের কোঠায়। আমি কেবল সীমাবদ্ধ ছিলাম তার নাম অব্দি। সমকালীন প্রকাশনীর ইমাম সিরিজের বদৌলতে আমি কিছুটা জেনেছি শ্রেষ্ঠ এক ইমাম, তাবেঈ আবু হানিফা রাহিমাহুল্লাহ কে নিয়ে।

    স্বর্ণালী দিনের কিছু অগ্রপথিকের মাঝে এক উল্লেখযোগ্য ব্যক্তি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাকে নিয়ে সাজানো হয়েছে ইমাম সিরিজের প্রথম বইটি। মোট ১৭টি আকর্ষণীয় শিরোনামে লেখা হয়েছে তাকে নিয়ে। ১৭টি শিরোনাম থেকে আমার কিছু প্রিয় কথা লিখলেও সংক্ষেপে রিভিউ লিখা সম্ভব নয়। অল্প কিছু বাক্যে কি অনুভূতি প্রকাশ করা যায় তাদেরকে নিয়ে?
    কাপড় ব্যবসায়ী থেকে বিখ্যাত এক ইমাম হওয়ার গল্প নয়- বাস্তব এক প্রতিচ্ছবি ইমাম আবু হানিফা। আকিদা আর ধর্মতত্ত্বে, ফিকহশাস্ত্র, হাদিসশাস্ত্র সহ নানা ক্ষেত্রে যার পারদর্শীতার জুড়ি ছিল না, তাকে নিয়ে রচিত এই বই। যার দরসের আলো ছড়িয়ে পড়েছিল দ্বিগ-বিদিগ তার সাথে শিক্ষার্থীদের গড়ে ওঠা সেই আন্তরিকতার দরুন তাকে নিয়ে জানতে আরেকটু উদ্যত হয়েছিল এই পুলকিত হৃদয়। ইলম অর্জনের সে কি স্পৃহা ছিল তাদের! তাকওয়া, আল্লাহভীতি, ধৈর্য, উদারতা, আন্তরিকতা, সহনশীলতায় যেই ইমাম ছিল শীর্ষে তার কিছু নমুনা ছিল বইয়ে। কিছু ঘটনা টনক নাড়িয়েছিল নতুনভাবে। হাতছানি দিচ্ছিল আলোর সন্ধানে। যাদের হাত ধরে এসেছিল ইসলামের আলো সর্বত্র, তাদের পরিণতিটুকু কতটা ভয়াবহ ছিল জানা আছে আমাদের? যারা সারাজীবন শুধুমাত্র ইসলামের খেদমতে নিয়োজিত ছিল, তারা সেই সোনালী দিনেও হয়েছিলো অত্যাচারিত। তবুও শাস্তির ভয়ে স্বীকার করেনি পরাজয়কে। মেনে নেয়নি বাতিলকে সত্য বলে কিংবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও থামেনি তাদের যাত্রা। আর এভাবেই সকলের জন্য ভাবা মানুষটা ঢলে পড়েছিলো মৃত্যুর দিকে। যন্ত্রণায় কাতর এই ইমামের মৃত্যু ঘটেছিল বিশ মিশ্রিত খাবার গ্রহণের ফলে। কেন হয়েছিল আর কারা করেছিল সেটা না হয় বাকি থাকুক আপনাদের জন্য। রিভিউতেই যদি সব প্রকাশ করে ফেলি, তাহলে বই পড়ার প্রকৃত মজাটাই নষ্ট।

    এই বইটির বিশেষত্ব হলো, যাদের নাম শুনে আমরা বড় হয়েছি তাদের জীবনের শিক্ষাগুলো জীবন্ত যেন চোখের সামনেই ভেসে আসছিল। বইটি পড়ে কখনো উপলব্ধি করা যায় আজ তাদের সংগ্রামের এত বছর পরেও কত দূরে আছি দ্বীন ইসলাম থেকে। নিজের মুসলিম নাম নিয়ে কোনো গৌরববোধ আর কাজে আসেনা তখন। বই কখনো শুধুমাত্র বই থাকেনা, বই হয় কখনো আত্মশুদ্ধির মাধ্যম। এক ঝাপটায় পালটে দিতে চায় নিজের জীবন। বই কখনো কাঁদায় আর কখনো বা অনুতাপের সাগরে ভাসায়। যাদের নির্মম দিনগুলোর বিনিময়ে এসেছে ইসলাম আজ হাতের নাগালে– কতই না দূরে আজ আমরা তাদের থেকে। না জানা হলো তাদের নিয়ে, না জানা হলো শ্রেষ্ঠ প্রজন্ম নিয়ে। অবশ্য আমরা তো আজ কেবল নামমাত্র মুসলিম পরিচয় নিয়ে বাঁচি; যাদের জীবনজুড়ে নেই কুরআন, হাদিস, সুন্নাহ, ইলম ইত্যাদি।

    কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আসেনি এই ইমাম সিরিজ বই। মুসলিম হিসেবে সবারই কিছুটা জানা দরকার সেসব মনীষীদের নিয়ে। তাদের প্রজন্ম থেকে নেওয়া উচিত শিক্ষা আর জীবনের প্রতিটি ক্ষেত্রজুড়ে থাকা উচিত তাদের অনুসরণ। সর্বশেষে অনুরোধ করব অন্তত একবার এই সিরিজের বইগুলোর উপর চোখ বুলান। আমি হলফ করে বলতে পারি, আপনার সময় কিংবা পরিশ্রম কোনোটার অপচয় হবেনা ইন শা আল্লাহ।

    বইঃ ইমাম আবু হানিফা (র)- জীবন ও কর্ম
    সংকলকঃ আবুল হাসনাত কাসিম
    সম্পাদকঃ আকরাম হোসাইন
    প্রকাশনায়ঃ সমকালীন প্রকাশন
    প্রচ্ছদ মূল্যঃ ২৫৫৳

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।