আসলেই কি বিয়ে খুব ঝামেলার কিছু? বিয়ে মানেই কি যন্ত্রণা? না মোটেই নয়। আল্লাহ ও রাসূলের কাছে বিয়ে মানুষের আর আট-দশটা মৌলিক চাহিদার মতই একটি। তাই তার পূরণের ব্যবস্থাও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের মতই একেবারেই সহজ। ডানহাত দিয়ে ভাতের সাথে ডাল মাখিয়ে খাওয়ার মতই সহজ। কারণ, ইসলাম চায় নারী-পুরুষের এই মিলনের মাধ্যমে তারা তাঁদের চাহিদা মেটাক। একে অপরের লেবাস হোক। তাঁদের মাধ্যমে নতুন নতুন আল্লাহর বান্দারা এই পৃথিবীতে আসুক। আল্লাহর বান্দাদের জিকিরে এই পৃথিবীর মুখরিত হয়ে উঠুক। আর তার জন্যে বিয়ের চিকন-নির্মেদ শরীরের সাথে ইয়া মোটা জাহেলী রীতি-নীতির চর্বির একেবারেই প্রয়োজন নেই। প্রয়োজনীয় জরুরী শর্ত পূরণ করলেই একজন পুরুষ ও নারী পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সাহাবায়ে কেরামের বিয়ের কয়টা অনুষ্ঠানের কথা হাদীছ ও জীবনীর কিতাবে পাওয়া যায়? কয়টা গায়ে হলুদ আর খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের উল্লেখ পাওয়া যায়, বলতে পারেন? একটাও না। সেখানে কিনা এই সমাজব্যবস্থা বিয়ে নামক পবিত্র বন্ধনকে প্রথম থেকেই কলুষিত করার চেষ্টা করে জুলুম, নিপীড়ন ও জাহেলী রীতি-নীতি দিয়ে।
সন্তানকে বিয়ে করানোর গুরুত্ব নিয়ে রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি। প্রত্যেক বাবা-মায়ের পড়া উচিত।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.